গুগল ট্র্যান্সলেটরকে আরো সমৃদ্ধ করতে আমাদের সকলেরই কিছু কিছু পরিশ্রম করা দরকার। এবং এই পরিশ্রম আমাদের নিজেদের সুবিধার জন্যই। বাংলাভাষা সমৃদ্ধ হলে ভারত কিংবা পাকিস্তানিরা লাভবান হবে না, লাভবান হবো আমরাই। আমরা যারা আমাদের মায়ের ভাষা বাংলায় কথা বলি তারাই। তাই হাতে সময় থাকলে সবাই অন্তত এক ঘন্টা করে সময় দিবেন আশা করি। কাজ মাত্র দুইটি এবং খুবই শহজ।
১) আপনি গুগলের দেয়া একটিকরে বাক্য অনুবাদ করে সাবমিট করবেন। অথবা
২) অন্যের করা অনুবাদ সঠিক কি ভুল সেটা যাচাই করবেন। এটা খুবই শহজ। অন্যান্য কাজ করার পাশাপাশিও এই কাজটি করা যায়।
(উপরের চিত্রটি একবার লক্ষ করলেই বুঝা যাবে )
কীভাবে কনট্রিবিউট করব: গুগল ট্রান্সলেটে কনট্রিবিউট করা বা নতুন নতুন শব্দমালা যোগ করা বা অনুবাদ যোগ করা আসলে খুবই সহজ ।
প্রয়োজনে ৪ মিনিট ১৬ সেকেন্ডের ভিডিওটি দেখে নিতে পারেন।
১.গুগল ট্রান্সলেটে নতুন অনুবাদ যোগ করতে হলে প্রথমেই আপনার একটি গুগল অ্যাকাউন্ট লাগবে। যদি আপনার জিমেইল আইডি থাকে তাহলে সেটি দিয়ে নিজের অ্যাকাউন্টে লগ-ইন করুন । আর যদি না থাকে তাহলে একটি অ্যাকাউন্ট তৈরি করে নিন ।
২. অ্যাকাউন্টে লগ-ইন করার পর http://www.translate.google.com/community তে যান। এবার আপনি যে পপআপটি (নির্দেশনাটি ) এসেছে তাতে "Got it" বাটনে ক্লিক করুন ।
৩. এরপর "My Language setting" নামক যে বাটনটি আছে তাতে ক্লিক করে "English" ও "Bengali" সিলেক্ট করে নিন । নিচে "save" বাটনে ক্লিক করুন ।
৪. এর পর আপনি নিচের স্ক্রিনটি দেখতে পাবেন । কেউ এটি দেখতে না পারলে বা পাশে "Home" বাটনে ক্লিক করুন ।
৫. এবার আপনি "English" --> "Bengali" অথবা "Bengali" ---> "English" অনুবাদ যোগ করতে পারব "translate" বাটনে ক্লিক করে। অনুবাদ যোগ করার সময় আমি যে বাক্যটি পাব সেটির যদি সঠিক অনুবাদ আমি জানি তাহলে তা লিখব এবং "submit" বাটনে ক্লিক করব। আর যদি অনুবাদটি আমার জানা না থাকে তাহলে "skip" বাটনে ক্লিক করব। এরপর স্বয়ংক্রিয়ভাবেই পরের শব্দ বা বাক্যটি আমার ব্রাউজারে লোড হবে ।
৬. এ ছাড়াও আমি অন্যের করা অনুবাদগুলো সঠিক আছে কিনা তা ভ্যালিডেট করতে পারি। এক্ষেত্রে আমাকে "Validate" বাটনে ক্লিক করতে হবে। "Bengali" ---> "English" অনুবাদের ক্ষেত্রে যেটি যেটি সঠিক মনে হবে সেটিতে "Correct" আপশন সিলেক্ট করব আর যেটিকে ভুল মনে হবে তাতে "Incorrect" অপশন সিলেক্ট করব। তারপর "Submit" বাটনে ক্লিক করবো। আর জানা না থাকলে আগের মতো "Skip" বাটনে ক্লিক করব ।
৭. "English" --> "Bengali" ভেরিফাইয়ের ক্ষেত্রে যে অনুবাদটি আসছে তা যদি সঠিক হয় তবে "Yes" বাটনে ক্লিক করুন আর যদি ভুল মনে হয় তবে "No" বাটনে ক্লিক করুন । তবে যদি আপনার যদি অনুবাদটি জানা না থাকে তাহলে "Skip" বাটনে ক্লিক করুন ।
৭+১. এই ছিল কনট্রিবিউট করার উপায়। এখন আপনি যদি চান আপনি কতগুলো অনুবাদ যোগ করলেন বা কতগুলো শব্দ/বাক্য ভেরিফাই করলেন তাহলে আপনি "My Answers" বাটনে ক্লিক করে সহজেই সেটি জেনে নিতে পারবেন ।
সো, ব্লগার ভাই বোন ও বন্ধুরা..... দিতে পারবেন না একটি ঘন্টা? আব্বার জিগায়..... লগইন শুরু করে দেন গুগলে...... হ্যাপি ব্লগিং
সর্বশেষ এডিট : ২৬ শে মার্চ, ২০১৫ সকাল ৭:৫২