ইদানিং রাজধানী ঢাকা সহ সারা দেশে একটি অপরাধ মহামারীর মতো ছড়িয়ে পড়েছে অথচো সংশ্লিষ্ট কতৃপক্ষ সহ কারোই যেনো বিন্দুমাত্র মাথা ব্যাথাই নেই!যারা নিয়মিত খবর পড়েন তারা স্মরণ করলেই বুঝতে পারবেন কতটা বেপরোয়াভাবে দু একদিন পরপরই ঘটে চলেছে এই দুর্ধর্ষ অপরাধ কর্মটি!হ্যাঁ আমি বিকাশ কর্মীর উপর হামলা করে টাকা ছিনিয়ে নেয়ার ঘটনার কথা বলছি!এক্ষেত্রে দশ লক্ষ থেকে ত্রিশ লক্ষ টাকা পর্যন্ত ছিনতাইয়ের ঘটনা হরহামেশাই ঘটে চলেছে!অপরাধীরা এতোটাই বেপরোয়া যে প্রকাশ্য দিবালোকে জনসম্মুখেই তড়িৎগতিতে কাজ উদ্ধার করেই কেটে পড়ছে!এই ধরনের অপরাধ কর্ম এখন নিত্যনৈমিত্তিক ব্যাপার হয়ে দাঁড়িয়েছে!এমনকি ক্ষেত্রবিশেষে ভিকটিমের প্রাণ পর্যন্ত চলে যাচ্ছে!দুঃখের বিষয় টাকা উদ্ধার করা হয়েছে বা অপরাধীদের শাস্তি দেয়া হয়েছে এমন কোনো নজির এখন পর্যন্ত পত্রিকায় দেখার সৌভাগ্য হলোনা!অথচো একই প্যাটার্নের এতগুলো সিরিয়াল ঘটনার বারবার পুনরাবৃত্তিই বলে দেয় যে এ ধরনের অপরাধ ঘটানোর জন্য একটি সংঘবদ্ধ চক্র গড়ে উঠেছে!এগুলো মোটেই বিচ্ছিন্ন ঘটনা নয়!আমাদের পুলিশ,র্যাব গোয়েন্দা বাহিনী এক্ষেত্রে করছেটা কি?তাদের নাকের ডগায় বসে প্রতিনিয়ত এসব ঘটনা ঘটানো হচ্ছে আর তারা অপরাধীদের সনাক্ত করতে পারছেন না এটা কিছুতেই বিশ্বাসযোগ্য নয়!সুতরাং এর একটিই ব্যাখ্যা হতে পারে!আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সরকারের প্রভাবশালী মহলের ছত্রছায়াতেই চলছে এসব!দুর্বৃত্তরা তাদের বখরার টাকা দিয়েই নির্বিঘ্নে করে চলেছে এসব!নাগরিকদের জানমালের নিরাপত্তা এখন শুন্যের কোঠায়!এই দুর্বিষহ অবস্থা থেকে জাতি মুক্তি চায়!
উল্লেখ্য যে আজও নেত্রকোনায় এমন ঘটনাই ঘটেছে!" নেত্রকোনার কলমাকান্দা উপজেলায়
বিকাশ এজেন্টের এক কর্মচারীকে
পিটিয়ে ৩০ লাখ টাকা ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে।রোববার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার নেত্রকোনা-মুক্তির
বাজার সড়কের টেঙ্গা নামক স্থানে এই ঘটনা ঘটে।"(খবর সমকাল)!