ক্লাব এষ্টেরিয়ানরা (Club Asteria) সাবধান ও টেকি ভাইরা জরুরী হেল্পান
যাহোক কয়েকদিন আগে ক্লাব এষ্টেরিয়া নামে একটি আমেরিকান অনলাইন প্রতিষ্ঠানের খোঁজ পেলাম এবং সদস্য হবার আমন্ত্রণ ও পেলাম। এই ব্লগের কয়েকজন ইতিমধ্যে সেখানে নাকি যোগও দিয়েছেন। বরাবরই এমন অফার এড়িয়ে চলি। কিন্তু হঠাৎ কৌতুহল বশত এবার এই প্রতিষ্ঠান সম্পর্কে একটু খোঁজ নিতে ইচ্ছে হলো।
ক্লাব এষ্টেরিয়া হলো একটি আমেরিকান কোম্পানী যার প্রতিষ্ঠাতা এন্ড্রিও লুকাস নামে এক মহিলা যিনি ইতিপূর্বে ওয়ার্ল্ড ব্যাংক এ পরিচালক হিসাবে কিছুদিন কর্মরত ছিলেন (তাদের প্রকাশিত তথ্য মতে যদিও এর সপক্ষ্যে কোন প্রমান পাইনি)। তিনি এটা প্রতিষ্ঠা করেছেন এবং বিশ্ব ব্যাংক থেকে ৪০ বছরের লাইসেন্স ও নিয়েছেন (যার কোন প্রমনি পাইনি)। এখানকার সিস্টেম হচ্ছে ১০/২০/২৭০/১০২০ ডলার এর বিভিন্ন অফার আছে যা দিয়ে সদস্য হতে হয় (তাদের ভাষায় এষ্টেরিও)। বিনিময়ে তারা প্রতি সমপ্তাহে ১০% লভ্যাংশ দিবে। যার ৮% পুনরায় বিনিয়োগ বাধ্যতামুলক এবং ২% নগদায়ন করা সম্ভব (এলার্টপে/পেপল এর মাধ্যমে)। এখন পর্যন্ত নাকি সব সদস্যদের এভাবেই লভ্যাংশ প্রদান করা হচ্ছে। প্রতি সপ্তাহে বিনিয়োগ (এষ্টেরিও) বাড়বে লভ্যাংশ ও বাড়বে এবং নির্দিষ্ট সময় (প্যাকেজ ভেদে বিভিন্ন সময়) সাধারণত ১৮ মাস পর থেকে প্রতি সপ্তাহে প্রতি সদস্য ৪০০ ডলার করে আজীবন লভ্যাংশ পাবে। তবে তারা আবার একটা অপশন রেখেছে যে, যেহেতু অনেক মুসলিমদেশে তাদের কার্যক্রম আছে তাই নির্দিষ্ট লভ্যাংশ দিলে তা সুদ হয়ে যায়। এজন্য প্রতি সপ্তাহে যে লাভ হবে তা সদস্যদের মাঝে ভাগ করে দেয়া হবে। সেক্ষেত্রে লাভ কম বেশি হতে পারে। অর্থাৎ যেখানে ১০% লাভ দেওয়ার কথা সেখানে তারা ০.০১% লাভ দিলেও সদস্যদের কিছু বলার নাই।
যাহোক তাই গতকাল বিনিয়োগ ছাড়া তাদের ওয়েব সাইট এ গিয়ে রেজিষ্ট্রার করলাম। কি ব্যপার তাই বোঝার জন্য। ক্লাব এষ্টেরিয়ার এশিয়া অঞ্চল নিয়ন্ত্রীত হয় হংকং অফিসের মাধ্যেমে। তাই রেজিষ্ট্রেশন করার পর ফিরতি মেইলে হংকং অফিস থেকে রেজিষ্ট্রেশন কনফারম করা হলো।
ইমেইল ট্রেসার দিয়ে ট্রেস করে দেখি মেইলটির আই.পি আমেরিকার সান এন্টেরিওর যা টেক্সাস অঙ্গরাজ্যে।
কিন্তু আমার প্রশ্ন অফিস যদি হংকং হয় তাহলে আই.পি ও হংকং এ হওয়ার কথা। আসলে কি হংকং থেকে মেইল করে আমেরিকার আই.পি ব্যবহার করা সম্ভব?
মনের মধ্যে সন্দেহ দেখা দেয়ায় ফোন করি তাদের দেওয়া অফিসের ঠিকানায় যা
Club Asteria, Asteria Corporation1934 Old Gallows RoadSuite 350, Vienna, VA 22182
Tel: 1-703-226-8097 এখানে অবস্থিত। অটো আনসারিং ম্যাশিন এ বলল সবাই ব্যস্ত তাই ম্যাসেজ রাখতে তারা পরে কল ব্যাক করবে। এটা বাংলাদেশ সময় বিকাল ৩ টার কথা যখন তাদের সময় সকাল ১১ টার কথা কিন্তু এখন পর্যন্ত কোন কল ব্যাক পাইনি। পরে দেখি তাদের অফিসের ঠিকানা আর চিঠি পাঠানোর ঠিকানা আলাদা যেটা Club Asteria, Asteria Corporation44050 Ashburn Shopping PlazaSuite 609, Ashburn, VA 20147
Tel: 1-866-874-4747 অবস্থিত। ওখানেও ফোন দিয়ে একই অবস্থা। পরি গুগল ম্যাপ এ দেখি
অফিসের ঠিকানা আর চিঠি পাঠানোর ঠিকানা প্রায় ১.৫ ঘন্টার পথ। এটার কোন অর্থ আমি খুঁজে পাইনি।
এই তথ্যগুলো দেখার পর আমি সত্যিই সন্দিহান যারা ইতিমধ্যেই এরসাথে জড়িত হয়েছে তাদের ভবিষ্যত কোন দিকে যাচ্ছে। যদি উক্ত ব্যপারে কারো কোন অভিমত বা মতানৈক্য থাকে প্লিজ প্রমান সহ মন্তব্য করুন। তাতে আপনার কিছু সময় নষ্ট হলেও অন্তত কিছু লোক উপকৃত/সম্ভাব্য ক্ষতির হোত থেকে রক্ষা পাবে।
ক্লাব এস্টেরিয়ার কোন সদস্য থাকলে প্লিজ নেগেটিভলি না নিয়ে তথ্যগুলো যাচাই করুন এবং আপনাদের অভিমত দেন।
পোষ্টটি বড় হয়ে যাওয়ার জন্য আর ধৈর্য্য ধারণ করে পড়ার জন্য ধন্যবাদ।
আইয়ুবের পতনের জন্য 'আগরতলা ষড়যন্ত্র্র'এর দরকার ছিলো!
৬০ দশকের বাংগালীরা আজকের বাংগালীদের চেয়ে রাজনীতি বেশী বুঝতেন, তাঁরা মিলিটারী শাসনের বিপক্ষে ছিলেন; আইয়ুবের পতনের জন্য 'আগরতলা ষড়যন্ত্র্র'এর দরকার ছিলো!
'৭১'এর পরাজিত-পক্ষের উ্ত্তরসুরীরা রাজাকার বীরদের, গোলাম... ...বাকিটুকু পড়ুন
ব্রাদার, হাসিনা ফিনিশ!
..
...
.....
আমি এখন মসজিদে নববী থেকে ১ মিনিট দূরে! আমি যে হোটেলে আছি, তার সদর দরজা দিয়ে বের হয়ে রাস্তা পেরুলেই মসজিদে নববী-এর ৩২৯ নং গেইট। মক্কাতে উমরাহ শেষ করে... ...বাকিটুকু পড়ুন
ধর্মীয় অনুশাসন বনাম আধুনিকতা: লিভ টুগেদার, সমকামিতা ও পরকীয়া নিয়ে ইসলাম কি বলে?
ইসলামে বিয়ের পূর্বে নারী ও পুরুষের মধ্যে যৌন সম্পর্ক বা লিভ টুগেদার সম্পূর্ণ হারাম। ইসলামে বিয়ের আগে পরস্পরকে জানার এবং বোঝার সুযোগ আছে, কিন্তু তা অবশ্যই শরীয়তসম্মত সীমার মধ্যে... ...বাকিটুকু পড়ুন
খুনির মুখে ইতিহাস শিক্ষা ও অধঃপতিত মানস
বাংলাদেশের জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মস্বীকৃত খুনি মেজর শরিফুল হক ডালিমকে প্রকাশ্যে এনেছেন আলোচিত ফেসবুক-সাংবাদিক ইলিয়াস হোসেন। গত রোববার (৫ জানুয়ারি) রাতে ইলিয়াস ‘বিশেষ লাইভে যুক্ত আছেন বীর... ...বাকিটুকু পড়ুন
শেখ হাসিনা কি আবার প্রধানমন্ত্রী হবেন?
আমার মনে এখন প্রায়ই যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে শেখ হাসিনা কি আবার দেশের প্রধানমন্ত্রীর পদটা গ্রহন করবেন কিংবা করতে পারবেন?
আপনি মানেন কিংবা না মানেন আওয়ামীলীগ আবার... ...বাকিটুকু পড়ুন