আজ একটা লেখা পড়লাম।পুচকা (নতুন ব্লগার) লেখক জানতে চেয়েছেন যে কিভাবে পুস্টু হিট করা যায়। তার লেখাটা দেখার জন্য এখানে কিলিক করেন
যাই হোক, আমি ও একজন পুচকা।




ক। মায়ের পেট থিক্কা বাইর হয়ে (রেজিস্ট্রেশন করে) হালকা এবং পিচ্চি লেখা লিখেন, যতদিন প্রথম পাতায় আক্সেস না পান। কারণ প্রথম পাতায় যতদিন আফনে না যাইতে ফারবেন ততদিন আফনের লেখা কেউ দেখবেও না পড়বেনা।


খ। পরে যখন প্রথম পাতায় লেখা আইসবে তখন কম কম পুস্টু করুন কিন্তু কমেন্টস করেন বেশি। কমেন্টস এর মাধ্যমে আপনার নাম টা সবাই জানতে ফারব- তারফরে যখন আফনে পুস্টু দিবেন তখন আফনের নাম দেইক্কাই লোকজন আইবো।


গ। ব্লগের লেখা গুলান যদি পড়েন তাহলে বুঝতে পারবেন যে এখানে অনেক দল আছে (আস্তিক, নাস্তিক, অমুলিগ, বিয়ান্ফি, ইন্ডিয়া, ফাকিস্তান.....) নিজের দল ঠিক করে তাদের সাথে এক হয়ে যান।


ঘ। প্রথম তিন মাস পিচ্চি লেখা এবং বিনোদনমূলক লেখা লিখবেন।


ঙ। কোনো অবস্থাতেই পিচ্চি অবস্থায় বিতর্কিত কোনো বিষয়ে লিখবেন না ।


চ। সাবালক অনেক ব্লগার খুব হেল্পফুল যেমন- মাহবুব হাসান , হেল্পফুল ব্লগারদের সাথে ভালো সম্পর্ক বজায রাখুন।


ছ। অন্য কারো পুস্টে অযথা গালাগালি বা মাইনাচ দেওন থাইক্কা দুরে থাকুন ।


জ। পুস্ট লেখার সময় নিরবিচ্ছিন্ন ভাবে লিখবেন না। একটানা লেখা ফরতে গিয়া অনেকে বিরক্ত হন।


ঝ। নিজের পুস্টুতে কমেন্টস পেলে ওগুলার জবাব দিন। জবাবগুলান যেন বুদ্ধিদীপ্ত এবং মজার হয় ।






আমিও একজন পুচকা।
এত কষ্ট কইরা একটা পুস্টু দিলাম তার নিচে চামসে একটা বিগ্গাফন ও দিয়া দিলাম!!



যদি আফনেরা কেউ ডিজিটাল সিন্দাবাদ সম্পর্কে ঝানতে চান তবে ঘুরে আসেন এই লিঙ্কু থেকে- জাহাজীর গল্প... (পর্ব- ১)
জাহাজীর গল্প... (পর্ব- ২)
জাহাজীর গল্প... (পর্ব- ৩)
সবাইরে থেঙ্কু



সর্বশেষ এডিট : ০৪ ঠা অক্টোবর, ২০১১ বিকাল ৫:১৫