মিথিলা নাটক: ব্লগের কলংকিত সময়,নতুনরা জেনে নিন। ব্লগ গবেষণা:১
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
মিথিলা নাটকের রচয়িতা রুবেল নামক এক ব্লগার।যেহেতু মেয়েদের ব্লগে হিট বেশী হয় সেহেতু মিথিলা নামক ব্লগের জন্ম দেয় রুবেল।তার নিজের ব্লগতো আছেই।
শুরু হলো মিথিলার ব্লগানো।কি এক অসূখ হয়েছে তার।বেশী দিন হয়তো বাচবেনা।নিউইয়কে হাসপাতালে বেডে শুয়ে বসে পোষ্ট দেয়।তার খুব কষ্ট হচ্ছে কিংবা সে একটা কবিতা লিখেছে কিংবা বাইরে খুব বৃষ্টি হচ্ছে (যদিও সামারে সেই সময় বৃষ্টি হয়না)।
আর ব্লগে সবাই বেচারীকে সমবেদনা জানায়।বেচে থাকার উৎসাহ যোগায়। (আর আড়ালে রুবেল হাসে সবাইরে বোকা বানাচ্ছে ভেবে)।হিটের উপর সুপার হিট ব্লগ।
কিছুদিন এইরকম চলার পর রুবেল নিজেই পোষ্ট দিতে থাকে মিথিলার জন্য দোয়া চেয়ে।কয়েকদিনপর তার অপারেশান হবে।সবাই দোয়া দিয়ে ব্লগ ভরিয়ে ফেলে।
এরকিছুদিন পর রূবেল মিথিলা মারা গেছে খবর জানিয়ে একটা পোষ্ট দেয়।আর ব্লগের সবাই অবিশ্বাস্য এইখবর মেনে নিতে পারেনা।বলাবাহূল্য ব্লগে এটাই প্রথম কোন ব্লগারের মৃত্যু র সংবাদ।রুবেলের কাছে বিস্তারিত জানিয়ে অনেকেই পোষ্ট দেয়।।রুবেল শুধু জানায় সে এরবেশী কিছু সে জানেনা।
এরপর ব্লগ ভরে কান্নার রোল।নতুন পুরাতন সবাই মিথিলাকে নিয়ে পোষ্ট দিতে থাকে। এমনকি যারা তার ব্লগে কখনও ঢুকেনাই তারাও পোষ্ট দিয়েছিলো।এই ভাসমানও বাদ যায়নি।সবার রিকোয়েষ্টে তার ব্লগ স্টিকি করা হলো।
দুইদিন ধরে ব্লগের দশ পৃষ্টার মাঝে মিথিলা ব্যতিত অন্য কৈান পোষ্ট ছিলোনা।
সহসা মডারটর খুজে বের করলেন যে মিথিলার সব পোষ্ট বাংলাদেশেরই কোন আইপি হয়েই পোষ্ট হয়েছে।সবাই বোকা বনে গেলো এই খবরে।
তারপর আরকি................
রুবেলই তার দোষ স্বীকার করে পোষ্ট দিলো
মিথিলাকে নিয়ে যতো পোস্ট
মিথিলা নাটক ও রুবেলের জন্য ঘৃণা
মিথিলা: আমার ভূমিকা
মিথিলা কেসের সরেজমিন তদন্ত -1
শমশেরের হক কথাঃ রাগইমন বনাম মিথিলা
মিথিলা মাইথোলজি!
ব্লগীয় জাবর ৩: মিথিলা-কাণ্ড: আসলেই কি সবকিছুর অবসান হয়?
কেমন আছো মিথিলা?
মিথিলা, মিথ, মিথিমন, মিথ্যা, নাকি দুই মিথ্যুকের যৌথ প্রযোজনা
স্মরণে মিথিলা
মিথিলা... - ভার্চুয়াল ক্যারেক্টার?
মিথিলা চরিএ - আমাদের মানবতাবোধকে নষ্ঠ করেছে মিথিলা চরিএ - আমাদের মানবতাবোধকে নষ্ঠ করেছে
মিথিলা বিষয়ে একটি ব্যক্তিগত অভিজ্ঞতা
মিথিলা তালুকদার হত্যা রহস্য
মিথিলা যেন মানুষের উপর আমাদের বিশ্বাস কেড়ে না নেয়...
আসুন আজকের এই দিনটিকে আমরা ব্লগাররা "মিথিলা দিবস " হিসেবে পালন করি প্রতি বছর
সামান্য ভুল, (উৎসর্গ: মিথিলা ও আরেকজন, যে এমনি হঠাৎ বিদায় নিয়েছিল)
মিথিলা কেসের সরেজমিন তদন্ত - 2
মিথিলাকে মনে পড়ে?
৪টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শাহ সাহেবের ডায়রি ।। ভারত থেকে শেখ হাসিনার প্রথম বিবৃতি, যা বললেন
জেলহত্যা দিবস উপলক্ষে বিবৃতি দিয়েছেন আওয়ামী লীগ সভাপতি ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার (২ নভেম্বর) বিকালে দলটির ভেরিফায়েড ফেসবুক পেজে এটি পোস্ট করা হয়। গত ৫ আগস্ট ছাত্র-জনতার... ...বাকিটুকু পড়ুন
এখানে সেরা ইগো কার?
ব্লগারদের মাঝে কাদের ইগো জনিত সমস্যা আছে? ইগোককে আঘাত লাগলে কেউ কেউ আদিম রোমান শিল্ড ব্যবহার করে,নাহয় পুতিনের মত প্রটেকটেড বুলেটপ্রুফ গাড়ি ব্যবহার করে।ইগো আপনাকে কোথায় নিয়ে গিয়েছে, টের পেয়েছেন... ...বাকিটুকু পড়ুন
এবং আপনারা যারা কবিতা শুনতে জানেন না।
‘August is the cruelest month’ বিশ্বখ্যাত কবি টিএস এলিয়টের কালজয়ী কাব্যগ্রন্থ ‘The Westland’-র এ অমোঘ বাণী যে বাংলাদেশের পরিপ্রেক্ষিতে এমন করে এক অনিবার্য নিয়তির মতো সত্য হয়ে উঠবে, তা বাঙালি... ...বাকিটুকু পড়ুন
=বেলা যে যায় চলে=
রেকর্ডহীন জীবন, হতে পারলো না ক্যাসেট বক্স
কত গান কত গল্প অবহেলায় গেলো ক্ষয়ে,
বন্ধ করলেই চোখ, দেখতে পাই কত সহস্র সুখ নক্ষত্র
কত মোহ নিহারীকা ঘুরে বেড়ায় চোখের পাতায়।
সব কী... ...বাকিটুকু পড়ুন
মার্কিন নির্বাচনে এবার থাকছে বাংলা ব্যালট পেপার
আমেরিকার প্রেসিডেন্ট নির্বাচনে বাংলার উজ্জ্বল উপস্থিতি। একমাত্র এশীয় ভাষা হিসাবে ব্যালট পেপারে স্থান করে নিল বাংলা।সংবাদ সংস্থা পিটিআই-এর খবর অনুযায়ী, নিউ ইয়র্ক প্রদেশের ব্যালট পেপারে অন্য ভাষার সঙ্গে রয়েছে... ...বাকিটুকু পড়ুন