এ কর্মসূচিতে অংশগ্রহনকারীদের গ্রহণ ও বাছাই করার প্রক্রিয়াটি বিনা ফিতে Online এর মাধ্যমে সম্পন্ন করা হবে। এ কর্মসূচিতে অংশগ্রহণ করতে ইচ্ছুক আবেদনকারীদের নিম্নরূপ যোগ্যতার অধিকারী হতে হবে-
০১- আবেদনকারীর IELTS GENERAL অথবা ACADEMIC এ গড় Band Score ৫.৫ থাকতে হবে এবং আবেদনের তারিখে IELTS এর মেয়াদ কমপক্ষে এক বছর থাকতে হবে, সর্বোচ্চ IELTS স্কোরপ্রাপ্ত আবেদনকারী অগ্রাধিকার পাবেন এবং সমান স্কোর প্রাপ্তগণের মধ্যে আবেদনের তারিখ ও সময়ের ভিত্তিতে অগ্রাধিকার নির্ধারণ করা হবে।
০২- সম্পূর্ন আনুষ্ঠানিকতা শেষে অস্ট্রেলিয়ার দূতাবাস কর্তৃক যথানিয়মে ভিসা আবেদন বিবেচনার সময়ে প্রার্থীর বয়স ১৮-৩০ বছরের মধ্যে হতে হবে।
০৩- আবেদন কারীকে একটি বৈধ বাংলাদেশী পাসপোর্টের (মেয়াদ কমপক্ষে ৬মাস থাকতে হবে) অধিকারী হতে হবে।
০৪- বাংলাদেশের অনুমোদিত শিক্ষা প্রতিষ্ঠান কতৃক প্রদত্ত নূন্যতম ব্যাচেলর/গ্রাজুয়েট সার্টিফিকেটের অধিকারী হতে হবে।
০৫- আবেদনকারীকে অবিবাহিত এবং পোষ্যবিহীন ব্যাক্তি হতে হবে।
০৬- আবেদনকারীকে সচ্চরিত্র, সুস্বাস্থের অধিকারী ও প্রয়োজনীয় আর্থিক সঙ্গতিসম্পন্ন ব্যক্তি হতে হবে।
শর্তাবলী-
ক- এই ভিসায় ০১(এক) বছরের জন্য অস্ট্রেলিয়া ভ্রমণ করা যাবে। কিন্তু সর্বোচ্চ একাধারে ৩ মাসের বেশি কোন অধ্যয়ন/প্রশিক্ষন/কর্মে নিয়োজিত হতে পারবেন না।
খ- Work and Holidayভিসায় শ্রেণী পরিবর্তন বা মেয়াদ বৃদ্ধির কোন সুযোগ নেই বিধায় ভিসা প্রাথীগণকে চুক্তিকালের (১২ মাস) মধ্যেই অাবশ্যিকভাবে দেশে প্রত্যাবর্তন করতে হবে।
গ- সাংস্কৃতিক কর্মকান্ড অথবা সমাজসেবামূলক সংগঠনে জড়িত তরুনদের আবেদন করার জন্য উৎসাহিত করা যাচ্ছে।
ঘ- আবেদনকারীগণকে মেয়াদ উত্তীর্ণ হওয়ার পূর্বেই চুক্তি মোতাবেক স্বদেশে প্রত্যাবর্তনের বাধ্যবাধকতা নিশ্চিত করার লক্ষ্যে আইন মোতাবেক ৩০০ (তিনশত) টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে স্বীকৃতি/মুচলেকা প্রদান করতে হবে, উল্লেখ্য শর্তভঙ্গ করা হলে কর্তৃপক্ষ কর্তৃক নির্ধারিত ক্ষতিপূরণ প্রদানে মুচলেকা প্রদানকারী বাধ্য থাকবেন।
ঙ- চুক্তি মোতাবেক নির্বাচিত প্রার্থীগণকে অবশ্যই রিটার্ন টিকিট দাখিল করতে হবে।
চ- চুক্তি মোতাবেক আবেদনকারী চূড়ান্ত মনোনীত হওয়ার পর অস্ট্রেলিয়ায় তার শিক্ষা, প্রশিক্ষন অথবা কর্মসংস্থান বিষয়ে কাঙ্খিত সহযোগিতার লক্ষ্যে অস্ট্রেলিয়াস্থ বাংলাদেশ দূতাবাসে ই-মেইলের মাধ্যমে রিপোর্ট করতে হবে।
ছ- আবেদনকারীগনকে অবশ্যই বাংলাদেশের অভ্যন্তর থেকেই আবেদন করতে হবে, অন্যথায় আবেদন বাতিল বলে গণ্য হবে।
জ- আবেদনকারী কর্তৃক তার নিজের নাম অথবা অভিভাবকের যে ব্যাংক হিসাব প্রদর্শন করা হবে, সে ব্যাংক হিসাবে আবেদনের অব্যবহ্রিত পূর্ববর্তী ০৬ (ছয়) মাসে কমপক্ষে পাঁচ লক্ষ টাকার লেনদেন প্রদর্শন পূর্বক হিসাবের বিবরনী জমা দিতে হবে।
ঝ- চুক্তি মোতাবেক নির্বাচিত প্রার্থীগণকে স্বদেশে প্রত্যাবর্তনের পর এক মাসের মধ্যে অস্ট্রেলিয়ায় অর্জিত অভিজ্ঞতার একটি রিপোর্ট স্বরাষ্ট্র মন্ত্রনালয়ে দাখিল করতে হবে।
ঞ- ইতোপূর্বে এ কর্মসূচীর অধীনে ভিসাপ্রাপ্ত ব্যক্তি/ব্যক্তিবর্গ আবেদন করতে পারবেন না
তাই কম খরচে যারা অষ্ট্রেলিয়ায় ভ্রমন ও কাজের অভিজ্ঞতা অর্জন করতে তাদের জন্য সূবর্ন সুযোগ। আবেদনের শেষ সময় ২৩ সেপ্টেম্বর,২০১৪ থেকে ১৩ অক্টোবর ২০১৪। অনলাইনে স্বচ্ছ আবেদন প্রক্রিয়ার মাধ্যমে প্রাথী বাছাই করা হয়। দালালের বা এজেন্ট পাল্লায় পরে প্রতারিত হবেন না
সর্বশেষ এডিট : ১৩ ই সেপ্টেম্বর, ২০১৪ রাত ১০:৩২