ব্লগারদের তথা মুক্তচিন্তার কর্মীদের উপর চলছিল হামলা,মামলা, সবর্শেষ যুক্ত হলো গ্রেপ্তার।মৌলবাদীদের শারীরিক আক্রমণের পাশাপাশি এখন শুরু হয়েছে রাষ্ট্র এবং সরকারের আক্রমণ। গ্রেপ্তার হওয়া তিন ব্লগারকে সাত দিন করে রিমান্ডে নেওয়ার আদেশ দিয়েছেন আদালত।রিমান্ডে নিয়ে ডিবি অফিসে জিজ্ঞাসাবাদ থেকে শুরু হয়েছে । ব্লগার এবং অনলাইন লেখকদের বাকরুদ্ধ করে ফেলার চক্রান্ত শুরু হয়েছে।
সংবাদ ব্রিফিংয়ে ডিবির পশ্চিম ও উত্তর বিভাগের উপকমিশনার মোল্যা নজরুল ইসলাম জানান মশিউর রহমান বিপ্লব ফেসবুকে ‘আল্লামা শয়তান’ নামে, সামহয়্যারইন ও নাগরিক ব্লগে ‘শয়তান’ এবং আমার ব্লগে ‘নেমেসিস’ ছদ্মনামে লেখালেখি করেন। রাসেল পারভেজ আমার ব্লগে ‘রাসেল পারভেজ’, সামহয়্যারইন ব্লগে ‘রাসেল’ ও ‘অপবাক’ ছদ্মনামে লেখালেখি করেন। আর সুব্রত শুভ সামহয়্যারইন ব্লগে ‘সাদা মুখোশ’, আমার ব্লগে ‘সুব্রত শুভ’, নাগরিক ব্লগে ‘আজাদ’, ইস্টেশন ব্লগে ‘লালু কসাই’ ছদ্মনামে লিখতেন। প্রকৃতিবাদে বিশ্বাসী এই ব্লগাররা ইন্টারনেটে বিভিন্ন ব্লগে তাঁদের লেখালেখির মাধ্যমে ইসলামসহ বিভিন্ন ধর্মের প্রবর্তকদের বিতর্কিতভাবে উপস্থাপন করে ধর্মপ্রাণ মানুষের অনুভূতিতে আঘাত করে আসছিলেন। প্রমান সরুপ তিনি তাঁদের কাছ থেকে উদ্ধার হওয়া হওয়া কম্পিউটার, ল্যাপটপ ও হার্ডডিস্ক কথা বলেন।গোয়েন্দাদের দাবি, গ্রেপ্তারকৃতরা ছদ্মনামে ধর্ম নিয়ে অবমাননাকর মন্তব্য করেছেন ।গ্রেপ্তারকৃত ব্লগাররা সামহয়্যার ইন ব্লগ এবং আমার ব্লগে লিখতেন৷ এই দুটি ব্লগ প্ল্যাটফর্মের কর্তৃপক্ষ জার্মান সংবাদ সংস্থা ডয়চে ভেলেকে নিশ্চিত করেছেন, গ্রেপ্তারকৃতদের সম্পর্কে কোন তথ্য কখনোই বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা বিটিআরসি তাদের কাছে চায়নি এবং তারাও কোন তথ্য কাউকে জানায়নি৷তাহলে গোয়েন্দা পুলিশ কোন ধরনের কারিগরি তথ্যের ভিত্তিতে ব্লগারদের গ্রেপ্তার করেছে। না গ্রেপ্তারকৃত ব্লগারদের দিয়ে নতুন কোন জর্জ মিয়া নাটক সাজানোর পরিকল্পনা করা হচ্ছে। বিচিত্র এই দেশে একদল নাস্তিক বলে আর একদল জেলে ভরে।দেশটা মনে হয় ধর্ম ব্যবসায়ীদের অভয়ারন্যে পরিণত হতে যাচ্ছে। সরকার মনে হচ্ছে তথাকথিত হেফাজতে জামায়াত ইসলামের কাছে আতাত করছে ।এখানে মানুষের বাক স্বাধীনতায় হস্তক্ষেপ করা কোন অপরাধ নয়। গ্রেফতারকৃতরা কোন ধর্মীয় উপসনালয় ভাংচুর করেনি। ওরা কোন বসতবাড়ি, দোকানপাট, যানবাহনে আগুন দিয়ে মানুষ খুন করেনি এবং লুটপাটে জড়িত নয়।ওরা কোন নারীকে ধর্ষনও করেনি।
তাই স্বরাষ্ট্রমন্ত্রী ও আইনমন্ত্রী কে উদ্দেশ করে বলতে চাই ধর্মীয় অনুভূতিতে আঘাতকারীদের শাস্তি দেওয়া নামে কোন ধরনের জর্জ মিয়া নাটক সাজানো হলে ব্লগাররা সমাজ তা মানবে না।তাদের গ্রেফতারের তীব্র নিন্দা জানায়।গ্রেফতারকৃতদের অবিলম্বে নিঃশর্ত মুক্তি দেয়া হোক
সর্বশেষ এডিট : ০২ রা এপ্রিল, ২০১৩ রাত ৮:৫৫