সমস্যা: মোবাইলে একটা মেয়ের সাথে আমার পরিচয় হয় ১৫দিন আগে। মেয়েটার সাথে পরিচয় হয় মিসকল মারতে মারতে। অচেনা নম্বরে মিসকল দেয়া আমার শখ। কেউ কখনো আমার মিসকলের জবাব দেয়নি আজ পর্যন্ত শুধু ওই মেয়েটি ছাড়া। এরপর আমি মেয়েটি কে ফোন করি এবং কথা বলি। ২দিন কথা বলেই আমি মেয়েটির প্রেমে পড়ে যাই। মেয়েটিকে ফোনে আমার ভালবাসার কথা জানানোর সময় আমি রাস্তা দিয়ে হাটছিলাম। মেয়েটির জবাব শুনবার আগ মুহূর্তে আমার মোবাইল ফোনটি ছিনতাই হয়ে যায়। আমি বাঁচাও বাঁচাও বলে বহু চিৎকার করেছি সেদিন কেউ আমাকে সাহায্য করতে আসে নি। মেয়েটির জবাব না শুনতে পেয়ে আজ আমি দেবদাস। আমার স্মরণশক্তি আগেই খারাপ ছিল ওই ঘটনার আকস্মিকতায় আমার স্মরণশক্তি একেবারেই নাই হয়ে গেছে। আমি মেয়েটির নামও ঠিকমত মনে করতে পারছি না, আর ফোন নাম্বার তো দূরের কথা। খালি মনে হচ্ছে কি যেন নেই...আমি কি করবো আপা?
একরামুল হক শামীম, ঢাবি থেকে
সমাধান: তোমার সমস্যাটা বেশ জটিল আকার ধারণ করেছে বোঝা যাচ্ছে। তুমি এককাজ করো আমির খানের গজনী ছবিটা দেখে শান্ত্বণা খোজার চেষ্টা করতে পারো। অথবা ভাল হয় যদি তুমি নতুন করে মিসকল দাও নতুন নতুন নাম্বারে। মিসকলের রেসপন্স না পেলে নিজেই ফোন করবে আর বলবে তুমি ঐ নাম্বার থেকে ২টি মিসকল পেয়েছো। দেখবে সে রাগ করে তোমাকে ঝাড়ি দিবে! জানোই রাগের পর অনুরাগ, অনুরাগ থেকে মান-অভিমান, মান-অভিমান থেকে ভালবাসা!
সমস্যা: নীরব ভাইয়া আমি না একটা মেয়েকে অনেক লাভ করি কিন্তু ও না তোমাকে লাভ করে। আমি কি করবো এখন?
জ্যাকিশ্রফের ছায়া , সামু
সমাধান: তুমি বোধহয় ভুল করে কোন এফএম রেডিও চ্যানেলে এসএমএস করতে যেয়ে ভুলে এখানে দিয়েছো ভুলে। তোমার প্রশ্নের উত্তর আমার দেয়া ঠিক উচিত না তারপরও বলছি নীরব এইটাইপ এসএমএর উত্তর দেয় না। প্রেমভালবাসা বিষয়ক প্রশ্নের জবাব দেন লাভগুরু
সমস্যা: আপা, আমি খুবই দুঃখী একজন মানুষ। আগামীবারের এসএসসি পরীক্ষার্থী। আমার বয়স ২৫। আমি একটা মেয়েকে অনেক ভালবাসি। আমার বাবা-মা আমার এ ভালবাসা মেনে নিচ্ছে না। আমি ওকে বিয়ে করতে চাই কিন্তু আমার বাবা-মা আমাকে বলেছে এটা নিয়ে বাড়াবাড়ি করলে ঠ্যাং ভেঙ্গে দিবে বলেছে।আমি এখন কি করবো আপা?
হাসান মাহবুব, ঠিকানা প্রকাশে অনিচ্ছুক
সমাধান: তোমার চিঠি পড়ে বুঝলাম মিথ্যা বলা তোমার একটা অভ্যাস হয়ে গেছে এটা তোমার বাবা-মা ভালই বুঝে ফেলেছেন। তাই তোমার কথার কোন দাম তারা দেন না। তুমি তো কেবল ক্লাস টেনে পড়ো। তোমার বয়স বড়জোড় ১৫/১৬ সেখানে তুমি ২৫ লিখেছো। এখন বিয়ের মত বড় দায়িত্ব নেয়া তো দূরের কথা আগে নিজেকে সামলানোর মত বড় হও তারপরেই না তোমার বিয়ে হবে!