আমায় কি কেউ বলতে পার,
ঠিক কতটি সিগারেট একসাথে পোড়ালে
একটি আণবিক বা পারমাণবিক বোমার মত ধোঁয়া ছঁড়াতে পারে?
আমায় কি কেউ বলতে পার,
ঠিক কতটি সিগারেট পোড়ালে তদ্রুপ একটি বোমার ন্যায় উত্তাপ ছড়াতে পারে?
বলতে পার ঠিক কতটি সিগারেট পান করলে
মুহূর্তের মধ্যে ২ লাখ মানুষ কিছু ভাববার আগে
জলীয় বাষ্প হয়ে বাতাসে মিশে যাবে?
বলতে পার হিরোশীমা আর নাগাসাকিতে যে দুটি বোমার আঘাত হানা হলো-
তার সমপরিমাণ ক্ষতিকর সিগারেট পৃথিবীতে উৎপাদিত হয়েছে কিংবা হবে কি না?
বলতে পার ঠিক কতটি সিগারেট বাতাসে মিশিয়ে দিলে
বংশপরম্পরায় মানবজাতি বিষক্রিয়ায় প্রতিবন্ধি হয়ে জন্ম নেবে?
বলতে পার কোন দেশ অপর একটি দেশকে এই বলে হুমকি দিতে পারে যে,
আমাদের প্রভুত্ব মেনে নাও;
নয়তো এত কোটি সিগারেট ছুঁড়ে দিয়ে তোমাদের দেশকে জ্বালিয়ে দেব?
আর বলতে পার সিগারেটহীন ঐ দেশটি ভয়ে, সসম্ভ্রমে মাথা নুইয়ে দেবে কি না!
জানি, তোমাদের প্রতিটি প্রশ্নের উত্তর হবে, না সূচক।
তবে কেন এত লেখালেখি সামান্য ধোঁয়ার কুণ্ডুলি পাকানো
চিকন একটি শলাকা নিয়ে?
ভেবে দেখেছ কত লক্ষ টন কাগজ নষ্ট করেছ এর পিছে লিখে লিখে?
আর কয় ছত্র লিখে কাগজ নষ্ট করেছ পারমাণবিক বোমা নিয়ে লিখে?
তবে কী ভেবে দেখবে না, কেন এই প্রচারণা?
টেলিভিশনে, সিনেমায় আর নাটকে ধূমপানের দৃশ্য এলে কতবার সতর্ক করা হয়েছে?
আর কতবার সতর্ক করা হয়েছে দেশে দেশে পৃথিবীর পেটের ভেতর লুকানো
বিধ্বংসী এই বোমার ব্যাপারে?
যার কিছুও যদি ফেটে যায় ইচ্ছা কিংবা অনিচ্ছায়
এক মুহূর্তে ধ্বংস করে দেবে পৃথিবী নামক এই গ্রহটাকে
কই, সভ্যতার দাবীদার মোড়ল দেশগুলোতো নিজেদের জন্য
পারমাণবিক নিরস্ত্রীকরণ চুক্তি তৈরি করে নি!
গুটিকয় দেশের জন্য তার বৈধতা দিয়ে তারা আইন রচনা করেছে!
আর সামান্য সিগারেটের ক্ষতিকর দিক নিয়ে তারা অতি সোচ্চার!
তাই বলি ধিক সভ্যতা! ধিক মিছে সভ্যতা!!
তুমি বাজে কাজে ব্যস্ত আছ, মিছে জুজুর ভয় দেখাও আমাদের;
আর আসল হন্তারককে তুমি সযতনে লালন-পালন করো দুধ কলা খাইয়ে!
তাই প্রশ্ন আসে- কে আসলে বোকার হদ্দ, আমি না তুমি? -
-বোকার হদ্দ
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:২৯