............................................
কনভার্টারটির নাম "ফরম্যাট ফ্যাক্টরি"। আগে বেশ কয়েকটি কনভার্টার দিয়ে কাজ করলেও তেমন একটা তৃপ্তি পাইনি। এটি ব্যবহার করে যেমনটি পেয়েছি এবং পাচ্ছি। খুবই সহজ ব্যবহার। বলতে পারেন পানি-ভাত। এই সফটওয়্যারটির সাইজ ৩৮.১ মেগাবাইট। ইনস্টল করেই ব্যবহার শুরু করে দিতে পারেন। এক্সপি, ভিসতা কিংবা সেভেন- সব অপারেটিং সিস্টেমেই চলবে।
যে কোন গান , ভিডিও কিংবা ছবিকে আপনার ইচ্ছামত ফরম্যাটে নিন নিমিষেই।
ফরম্যাট ফ্যাক্টরি


টেকি পোষ্ট দেয়ার মত মাথা আমার নেই। তারপরেও কিছু কিছু জিনিস শেয়ার করতে ইচ্ছে করে সবার সাথে। এই কনভার্টার নিয়ে কোন পোস্ট আমার চোখে পড়েনি। তাই কেউ একে কপি-পেষ্ট দোষে দুষ্ট করবেন না।
সর্বশেষ এডিট : ১৬ ই জুন, ২০১১ বিকাল ৩:০৪