চুম্বনে তাই কোন চিহ্ন আড়াল থাকে না
অতৃপ্ত আলোয় দেখি তার বিবাগি চুলের সাম্যবাদ
ভিতরে মৌন হয়ে থাকে সমস্ত
অন্ধকারের খেরো, ঘুমরত স্ত্রী এবঙ
একটি চিঠি
পাঠে জানতে পারি যে গতকাল
অন্যপারে চলে গিয়েছেন মেজ কাকা
তার মশারী এখন নিশ্চয় অনিশ্চিতের গঠন
নেমে আসি মেঝের টাইলসে
বিপন্নশীতল
হাতড়ে ফ্রিজের কাছে গিয়ে দাঁড়াই
বপনের বীজসমূহ
আমাদের মশারী-বন্দী-জীবনকে বরাবরই সতেজ রাখে
অলক বাতাস
৯/৮/২০০৮
[অনেক দিন পর পোস্ট দিলাম। আশা করি সবাই ভালো ছিলেন এবঙ আছেন। শুভেচ্ছার্থে]
সর্বশেষ এডিট : ১৬ ই ডিসেম্বর, ২০০৯ রাত ১২:১৪