আমাদের কথা ফুরিয়ে গেছে চরকি বাংলোয়।
একটি সূর্য অশ্লীল প্রকারের;
থান কাপড়ের বাই।
আমি বৃষ্টির মেয়ের মতো করে কাঁদি
হলুদের দেহঘ্রাণ চিনি মোক্ষম;
চাঁদের দয়িত প্রস্তাব করি
সূর্যের দপে্!
কে ডাকে দম ফুরানো মর্মরশীতে
বারান্দায় কেবল কুয়াশার গ্রীলহাড়
চৌকাঠের দুধেল মৌমাছি উড়ে গেছে-
অর্কিড বাকলে জলের মোর্সকোড
আমাদের কথা ফুরিয়ে গেলে কচুপাতায়
শরীর ঢাকি-
বিবস্ত্র হয়ে পড়ে
মৌলিক বলিরেখা ও আনুষঙ্গিক।
২৯/৪/২০০৯
সর্বশেষ এডিট : ০৯ ই সেপ্টেম্বর, ২০০৯ সকাল ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




