=====================
বাসে অনেক ঘুম জমে
ভিতরে ভুলে যাই শস্যের চমক
অগ্রবতী পেয়ারার চিহ্ন দেখে দেখে
অনেক চাহনী কলরব করে উঠে চোখের
ঝোলায়
কবুতরদলের ঠোঁটসমূহ অনেক লাল হয়
চালকের কাঁধে বিভ্রান্তির সড়ক
হাতের বধ্যভূমি সহজাত ধরা দেয়
নিমের ঘ্রাণ ভুলে ঘুমপ্রিয় স্কুলবালকেরা
জানালার বয়ঃক্রম গুণে
ইস্টিশন বাতির নৈকট্যে মিয়্রমান হয়ে উঠে
তৃতীয় বিশ্বের ডিম
=====================
১৬/৯/২০০৯