============================
বয়োবৃদ্ধ পাথরের মুখ চিনি, মাটির সজীব উগলে এসে গিয়েছি অবাধ্য চেরীফলের দাওয়ায়; হাওয়ার রজে ঘুমের কলস।
বয়েস হয় নি, কেবল শিশিরের হাতমুঠোঘ্রাণ-
একটি সমান্তরাল চিহ্নচিহ্ন।
বাতাসের মুখচ্ছবি এঁকে দিয়েছি তোমার সন্ধ্যেকোর্তায়-
বাদল কাটো, বাদল কাটো জায়েজ।
জিরানার্ত যবের ক্ষেত- অবাক রোদ্দুরের গলিপথে হেঁটে হেঁটে পাই বাঘের নখ ও প্লাবন বুনিয়াদ।
দাবার দুই চাল সমাপ্ত হলো।
==============================
১৩/২/২০০৯
সর্বশেষ এডিট : ০৫ ই আগস্ট, ২০০৯ ভোর ৬:৫৫