সাইকেলের চেইন পড়ে গেলে দাঁড়িয়ে রই
মেঘবাড়ি গমনের ট্র্যাকে-
পাশে সোনামুড়িজুমে হেমন্তের লেবু;
বাতাসের আস্তিন ক্রমশ আগ্রাসী।
আমার কোন পুতুল ছিল না।
মাটির গোপনে গোপনে আকর্ষিত চিল, হে,
ডানপাশে সিমেন্টের শাড়ি
তাতে হাঁড়ির কালোলাগা মিছরি,
মিনমিনে কৃষকের মুখের আদল!
সাইকেলের চেইন পড়ে গেলে
জমে থাকি সন্ধ্যার বীজ করতলে
বহুবিদ পাহাড়ের ঝুমঝুম - বয়োবৃদ্ধা
নদীর জলশোক।
সর্বশেষ এডিট : ১২ ই জুলাই, ২০০৯ দুপুর ১২:৩৭