আমার মনরেণু গেঁথেছে তো'র কুসুমজিঞ্জির
ছায়া-মুরালি বাজে নিমগ্ন রৌদ্রনিনাদে,
এক নিমিখ হাতছানি দেয় আগামীকালের দোহারা রিকশা
ও সেকি প্রণয়ভরম আজলা ভরি; শূন্য হাতে হেরি
বসেছি বৃন্ত-দ্বিসাইকেলে নিশুতি।
বর্ষা ফুরালে শকতি লাগে নীলকণ্ঠী নাচঘরে
তোমার ছায়ার পাশে একা নদ,
তিলেক তৃষ্ণায় জ্বর আসে, জ্বর লাগে বেদিশা!
সন্তাপে পুড়ে জলপালকি, ভাবুক বায়ুঘুড়ি;
দ্বিসাইকেল থেকে ভরা রিকশার দূরত্ব মাপি দু'হাতি।
সর্বশেষ এডিট : ১০ ই এপ্রিল, ২০০৯ রাত ৯:০৪