শেষ বাসটা চলে গেলে বিনম্র, রাস্তা
ও জেব্রা-ক্রসিঙের ইহজালিক প্রেম
উৎসারিত হয়ে উঠে সনাতনী সূর্য্যি-আলোয়।
অনতিদূরে শীতবন্দি সমান্তরাল পাঠশালা, আহ!
ওরা সৃষ্টির প্রেমিক আহলাদি দম্পতি;
এদিক্কার হাওয়ায় স্নানরত মৌলিক রেণুসকল
বাতাসে ভাসে সংকর প্রজাপতিডানা।
আপেক্ষিক সময়ে
আমি ও কালপুরুষ-ডাস্টবিন সামাজিক ময়লা
এবং বিবিধ ভাব বিনিময় করে চলি একপশলা।
--------------
রচনাকাল: আজ
সর্বশেষ এডিট : ১৭ ই মার্চ, ২০০৯ ভোর ৫:৫৩