খাবার টেবিলের 'পরে বিক্ষিপ্ত বসে থাকে ওরা- বেমানান তেলাপোকার দল,
আমাদের খেতে দেয় না তৃপ্তি এক চিমটে; তেলাপোকায় চিরকালের কালশিটে ঘৃণা- বিবর্তন ক্ষুদ্র করে দেয় নাক-মুখ-চোখ - সুশ্রী পেলব প্লেট।
রাঁধুনীর ঘাড়ে বসে থাকে সজাগ কাল রাত্তির প্রেমজ প্রলাপ, অধরে কৃত্রিমার্জিত মটরশুটি ডালের জোয়ার।
হায়েনারা বনভোজন করে গিয়েছে - জ্ঞানবৃক্ষের মর্মর জ্বেলে চড়ুঁইভাতি।
টেবিলের এক কোণে শতবর্ষী মোমবাতি, অন্যথায় রেড়ীর তেলে চেরাগের বিদ্রোহ।
বিচ্ছু রক্তচোষা, কেলে বাদুর চিমনি ডিঙিয়ে নেমে আসে না; কেবলি-
ছন্নছাড়া তেলাপোকার দল অভুক্ত রাখে আমাদে'।
সর্বশেষ এডিট : ২৭ শে ডিসেম্বর, ২০০৮ সকাল ৭:৩২