কতদিন দেখা না হলে মুখখানি মর্মে না আসে,
কতদিনে চরণ না হলে স্ম্বৃতিরা ঝাপসা হয়ে যায়;
আমি জানতে চাই।
পুরানো বায়ুর এই পৃথিবীর এক ললিত নারীকে
ভালবেসে আমি যে পাপ করেছিলুম
তার উপসংহার চাই।
কতদিন না স্পর্শ করলে ভুলে বসে মন
সেই পরিচিত প্রণয় বাঁক, হাতের বলিরেখা;
আমি অনেক বিশ্বকোষ গেঁটে দেখেছি,
কোথাও কোন তথ্য নেই।
তাই ধুঁকে ধুঁকে প্রণয় পাপীরা প্রায়শ্চিত করে যাবেই।
সর্বশেষ এডিট : ০৪ ঠা আগস্ট, ২০০৮ রাত ২:১৪