আমি যাচ্ছিলাম হিমেলতলী বাতাসে ভীষণ উদাস,
লরানাম্নী আলোক-ঝাঁকের কাছে- জানেন নিশ্চয়;
এ নবীন জায়গীর প্রণয়।
আমার হাতে রজনীগন্ধাদল - বুকের বাঁ পাশে সমকালীন সুখপক্ষী।
হেঁটে হেঁটে একা, তবে পথ থেকে রাজপথ
পৃথিবী কালাপানি আনন্দময়।
আমি ভেবেছি ভেবেছি অকুলপাথার, পাশে চলে
আসে রঙ্গান্ধ বৃদ্ধ। রাস্তা পারাপারের
আকুতি।
আমি অপরাগ, আজ বায়ুপ্রবাহের ষোলয়ানা উৎসব
যেতে হবে দূরের যাত্রায় মধ্যাহ্নপুর।
ধবল তুষার পেরিয়ে আমি লরার কাছে
ছড়াছড়ি ভেসে যায় রেণু রেণু হৃদি-
আমার যেন পাপবিদ্ধ; হাতের 'পরে জলজ পাপের অঙ্কুর।
লরা, আজ অর্স্পশিতই থাক,
শুদ্ধ হয়ে আবার আসব কালিডাঙা পাড়ে।