তুমি নাকি নিকোটিন -
কে বেশী আপন?
আমার তো মনে হয়
নিকোটিন ই বেশী আপন!
তোমার ভালবাসার চেয়ে নিকোটিন -
হ্যাঁ, নিকোটিনের বিষ ই বেশী
আপন মনে হয় আমার কাছে।।
তুমি কথা দিয়ে রাখো নি,
কিন্তু নিকোটিন?
নিকোটিন তার কথা রেখেছে !
সে আমার সাথে রয়েছে সর্বদা,
থাকবে আমার মৃত্যু পর্যন্ত।।
প্রতি টানে তার ভালোবাসা -
জমা হচ্ছে আমার ফুসফুসে।।
আর তুমি?
তুমি শুধু আমার হৃদয়ে
ক্ষতই রেখে গেলে,
তাই বার বার মনে হয়
কে বেশী আপন??
তুমি নাকি নিকোটিন???
- একজন আরমান
১৬/০৯/২০১২
দুপুর ০২:৩৮:১০
সাইট লিংকঃ
সর্বশেষ এডিট : ২৩ শে জুন, ২০১৩ রাত ৮:৪৭