দিনের কোন এক প্রহরে
বৃক্ষও ঘুমিয়ে পড়ে।
জন্মের কিছুদিন পর বৃক্ষ-
পূর্ণ বৃক্ষের পাতা; সাপশাবক
থাকে সরল; উজ্বল-প্রখর।
ক্রমে ক্রমে বৃক্ষ শ্রী হীন হয়-
অন্যরা ভয়ংকর।
তারাই জন্মদেয় আবার;
জন্মদেয় সহজ-সরল।
জল-কাদা রেখে ইট-কংক্রিটের স্তম্ভ
আজ বসে থাকে বক।
হাতের তালুতে তুলে আনি-
সাজিয়ে রাখি আমাদের নাগরিক মন।
পাইথন কবে ভীরু, নিষ্পাপ- নির্ভেজাল
খরগোশের হৃদকম্পন মেপেছিল!
যারা খুটে খায়;
তারা চিরদিনই মরে অন্যের থাবায়।