সকাল সকাল ঘুম ভাঙ্গার প্রধান শর্ত হচ্ছে , নিজের কোন জরুরি কাজ থাকা অথবা বাইরের কোন শব্দ ।
" দিব্য" এখন এই দুইটা জিনিসকেই অগ্রাহ্য করে শুয়ে আছে ।
হঠাৎ মনে পড়লো একটা কাজ ম্যানেজ করার জন্য একটা লোকের সাথে দেখা করা জরুরি ।
বিছানা থেকে উঠে ব্রাশ টা হাতে নিয়ে দেখে পেস্ট নাই । আবার ব্রাশ টা রেখে দিয়ে বেসিনে গিয়ে মুখে একটা পানির ঝাপ্টা দিয়ে একটা টিশার্ট পড়ে বের হলো ।
বাইরে এসে এক কাপ চা আর সাথে একটা সিগারেট খেলো । পকেট এ হাত দিয়ে দেখে মানিব্যাগ আনে নাই । চায়ের দোকানদার পরিচিত তাই তাকে পরে টাকা দিবো বলে বের হলো।
রাস্তায় একা একা হাটছে , আর দুইপাশের মানুষগুলোকে দেখছে .........
ইলেক্ট্রিক খাম্বা টার পাশে একদল লোক বসে আছে । একজন বিড়ী টানছে , তার ঠিক সামনের জন মাটি থেকে একটা কাঠির মতো কিছু কুড়িয়ে নিয়ে দাত খোচাচ্ছে । খোচাতে খোচাতেই বলছে ,
শরিফের ব্যাটা নাকি গাঞ্জা খায় রে ?
ভাই মোর ব্যাটাও খায় ।
আরো সামনে একদল কুকুর নিজেদের মধ্যে মারামারি করছে ।
দিব্য হাটতেছে ,
সামনে দিয়ে একদল স্কুল পড়ূয়া মেয়ে চলে গেলো । সবার পেছনে একটি মেয়ে মাথা নিচু করে মাটির দিকে তাকিয়ে হেটে যাচ্ছে । যদি সামনে তার বান্ধবীরা না থাকতো নিশ্চিত পরে যেতো ।
দিব্যর কেমন জানি কৌতহল হলো , মেয়েটা নিচের দিকে তাকিয়ে হাটছে কেন ?
তার কি মুখে অনেক ব্রণ ? নাকি মুখের উপর কেউ এসিড মারছে ?
সেও মেয়েটার পেছন পেছন হাটা শুরু করলো ............
( চলবে )