somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

ভারতীয় চলচ্চিত্রের আমদানি বন্ধ করা হোক

২১ শে এপ্রিল, ২০১০ দুপুর ১:৫৭
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :

সরকার ভারতীয় যে কোন ভাষার চলচ্চিত্র আমদানির অনুমতি দিয়েছেন। ফলে এখন থেকে বাংলাদেশের সিনেমা হলে ভারতীয় সিনেমা প্রদর্শনীর কোন বাধা থাকল না। কেবল শর্ত থাকবে ওই সিনেমায় বাংলা বা ইংরেজিতে সাব-টাইটেল ব্যবহার করতে হবে এবং সেন্সর বোর্ড থেকে সার্টিফিকেট গ্রহণ করতে হবে।
হল মালিক সমিতি এই আমদানির সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। নব্বই দশকে দেশে সিনেমা হল ছিল ১২শত। বর্তমানে চালু আছে মাত্র ৭৫০টি। দেশীয় সিনেমার নিম্নমান, অশ্লীল সিনেমা ও সিনেমা হলের পরিবেশের কারণে বহু আগেই এই দেশের সিনেমা দর্শক হারিয়েছে। ঢাকার ৪৪টি সিনেমা হলের মধ্যে এখন টিকে আছে ৩৩টি। ১১টি সিনেমা হল বিলুপ্ত হয়ে গেছে। গুলিস্তান হল ভেঙে গড়ে তোলা হয়েছে শপিংমল। শ্যামলী সিনেমা হলটি ভেঙে নির্মিত হচ্ছে ১৪ তলা শ্যামলী স্কয়ার। আনন্দ সিনেমা হলও ভেঙে ফেলার সিদ্ধান্ত নেয়া হয়েছে। চলচ্চিত্র শিল্পে ধস নামার কারণে হল মালিকরা ব্যবসায়িক ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে ভিন্ন পথ ধরছেন। গত এক দশক জুড়ে চলচ্চিত্র শিল্পে স্থবিরতা বিরাজ করায় বন্ধ হয়ে গেছে অনেক প্রযোজক ও পরিবেশক প্রতিষ্ঠান।
হল মালিক সমিতির সভাপতি সাবেক মন্ত্রী কাজী ফিরোজ রশীদ বলেন, ‘চলচ্চিত্র আমদানির এ সিদ্ধান্ত আরো আগে নেয়া উচিত ছিল। তাহলে দেশে সিনেমা হলগুলো বন্ধ হয়ে যেত না।’ সংগঠনের সাধারণ সম্পাদক মিয়া আলাউদ্দিন জানান, চলচ্চিত্র শিল্পে বর্তমানে কোনো প্রতিযোগিতা নেই। আমদানি হলে এ শিল্পের বিকাশ ঘটবে।
অন্য দিকে এইভাবে চলচ্চিত্র আমদানির সিদ্ধান্তের প্রতি দ্বিমত পোষণ করেছেন অনেক পরিচালক, প্রযোজক ও শিল্পী। প্রযোজক সমিতির সভাপতি গীতিকার গাজী মাজহারুল আনোয়ার এটাকে মরার উপর খাড়ার ঘা বলেছেন।
এদিকে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক প্রণীত আমদানী নীতি আদেশ সংশোধন করে বিদেশী চলচ্চিত্র আমদানীর আদেশ স্থগিত রাখার আবেদন জানিয়েছে বাংলাদেশ চলচ্চিত্র ঐক্য পরিষদ। আজ সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটির ভিআইপি লাউঞ্জে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়। সংগঠনের সভাপতি মিজু আহম্মেদ, শাহ আলম কিরন, মাসুম পারভেজ রুবেল, আবদুল লতিফ বাচ্চু, খোরশেদ আলম খসরু সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। সম্মেলনে জানানো হয়, ১৯৭২ সালে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিদেশী চলচ্চিত্র আমদানীর আদেশ বাতিল করেছিলেন। দেশীয় চলচ্চিত্র রক্ষায় ওই বিষয়টিকে মাথায় রেখে বর্তমান সরকারকে সিদ্ধান্ত নিতে হবে। এ বিষয়ে তারা প্রধানমন্ত্রীর সরাসরি হস্তক্ষেপ কামনা করেন।

আসলে কী করা দরকার ?
আমাদের দেশের চলচ্চিত্রের অবস্থা খুবই খারাপ। কারণ কী ?
০১) সেই মান্ধাত্মা আমলের ওস্তাদ ধরা পদ্ধতিতে চলচ্চিত্র কলাকুশলী তৈরি হয়। দেশে কোন সরকারী ফিল্ম ইনস্টিটিউট নাই। এফডিসিতে যারা কাজ করেন, তারা বেশির ভাগই চলচ্চিত্র বিষয়ে পড়াশোনা করেন না, জানেন না আধুনিক প্রযুক্তি।
তাই দরকার একটা সরকারী ফিল্ম ইনস্টিটিউট। একটা স্বাধীন জাতির জন্য মাত্র ১টা ফিল্ম ইনস্টিটিউট কি খুব বেশি বড় দাবি ? মাত্র ১টা ফিল্ম ইনস্টিটিউট বানাতে কত বছর লাগে ?
৩৮ বছর কাটল একটি ফিল্ম এন্ড টেলিভিশন ইনস্টিটিউটের অপেক্ষায়


০২) আমাদের চলচ্চিত্রে নকল কাহিনীর ছড়াছড়ি। চিত্রনাট্যকারই নাই। চিত্রনাট্যকারের জন্য কোন বাজেট বরাদ্দ নাই। কোটি কোটি খরচ করে সিনেমা বানানো হয়, অথচ সেই সিনেমার কাহিনী লেখার জন্য হাজার টাকাও খরচ করতে রাজি না প্রযোজকরা। এ এক ভয়াবহ রোগ। ফলে পরিচালক মহাশয় ভারতীয় ছবি বা বিদেশী কোন ছবি বা দেশীয় কোন পুরোনো ছবি নকল করে কাহিনী বানান। এই কাহিনী আমরা দর্শকরা আগেই জানি। ফলে জানা কাহিনী দেখতে সিনেমা হলে দর্শক হয় না।
তাছাড়া নকল করা একটা অপরাধ। কপি রাইট আইনে নকল করা শাস্তিমূলক অপরাধও। এই আইন প্রয়োগ করা হোক সংশ্লিষ্টদের উপর।
তাই নকল কাহিনীর চলচ্চিত্র ও অশ্লীল চলচ্চিত্রের সেন্সর সনদ পাওয়া চিরতরে বন্ধ করা দরকার। নকল কাহিনী ও অশ্লীল সিনেমা কোনক্রমেই যেন সেন্সর সনদ পেতে না পারে।

০৩) সিনেমা হলে যারা অশ্লীল সিনেমা চালায় এবং সিনেমায় কাটপিস জুড়ে দেয়, তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হোক। এ সব কাটপিস প্রদর্শনকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেয়াসহ নির্মাণকারী ও কলাকুশলীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেয়া হোক। কাটপিস নির্মাণের সাথে জড়িত প্রতিটি ব্যক্তির শাস্তি দেয়া অবশ্য কর্তব্য।

০৪) এফডিসি থেকে বাটপার, বদমায়েশ, সন্ত্রাসী ও ধান্দাবাজদের বের করে দেয়া হোক। যারা কাজ জানে না, তারা কেবল ধান্দাবাজি করে এবং অন্য যারা কাজ জানে তাদের ক্ষতি করে। এদের বিরুদ্ধে কঠিন ব্যবস্থা নেয়া হোক।

০৫) এফডিসিতে নতুন প্রযুক্তি নাই। ডিজিটাল প্রযুক্তি অনেক সস্তা এবং কার্যকর। এফডিসি থেকে শুরু করে সিনেমা হল পর্যন্ত সব জায়গায় ডিজিটাল প্রযুক্তি ব্যবহার করার ব্যবস্থা করা হোক।
ডিজিটাল পদ্ধতিতে সিনেমা প্রদর্শনের ব্যবস্থা করার জন্য স্যাটেলাইট ব্যবহার করার প্রযুক্তি আনা হোক। ডিজিটাল পদ্ধতিতে সিনেমা প্রদর্শন করার ব্যবস্থা করা গেলে অনেক কম বাজেটে চলচ্চিত্র নির্মাণ সম্ভব হবে।

০৬) নতুন নতুন মেধাবী লেখক, পরিচালক ও অভিনেতা খোঁজা দরকার। প্রতি বছর একটা আয়োজন করে নতুনদের ব্যাপক মাত্রায় সুযোগ দেয়া এবং প্রশিক্ষণের ব্যবস্থা করা দরকার। এই আয়োজনটা প্রতি বছর হওয়া দরকার।

০৭) জাতীয় চলচ্চিত্র পুরস্কার নিয়মিত করা হোক। এক বছরের পুরস্কার পেতে পেতে কয়েক বছর পেরিয়ে যাওয়ার বর্তমান পদ্ধতি সিনেমার প্রতি ও পুরস্কারের প্রতি সরকারের অবহেলাকেই তুলে ধরে। প্রতি বছরের পুরস্কার প্রতি বছর দেয়া হোক। তার পাশাপাশি পুরস্কারের অংকও বৃদ্ধি করা হোক। তাহলে ভালো সিনেমা নির্মাণে উৎসাহ বাড়বে।

০৮) সিনেমা নির্মাণে অনুদানের পরিমাণ বাড়ানো হোক। ১০০% সরকারী অনুদানে সিনেমা বানানো যায় কিনা সেটা ভাবা হোক। ভালো ভালো সিনেমায় সরকারী অনুদান থাকলে ভালো সিনেমা নির্মাণের পরিমাণ বাড়বে।




ভারতীয় সিনেমা আমদানির দরকার নাই। জানা গেছে , নতুন এ নীতিমালার অধীনে এরইমধ্যে ভারতের ৪টি সুপারহিট চলচ্চিত্র আমদানির প্রক্রিয়া শুরু হয়েছে। এগুলো হলো, হিন্দি সিনেমা ‘মাই নেম ইজ খান’, ‘দেবদাস’, ‘থ্রি ইডিয়টস’ এবং বাংলা সিনেমা ‘অন্তহীন’। শিগগিরই এগুলো হলে গিয়ে দর্শকরা দেখতে পারবেন। আমরা ভারতীয় সিনেমা স্যাটেলাইটের কল্যাণে ঘরে বসেই দেখতে পারি। আর বাজারে সিডি-ডিভিডির মাধ্যমে ভারতীয় সিনেমায় সয়লাব । যে সিনেমাগুলো আমদানি করে আনা হচ্ছে সেই সিনেমাগুলো আমরা ডিভিডিতে বা স্যালেটলাইট টিভিতে অনেক আগেই দেখে ফেলেছি। তাহলে কেন সেই একই সিনেমা হলে চালিয়ে চলচ্চিত্র প্রযোজক, পরিচালক ও শিল্পীদের পেটে লাথি মারার ব্যবস্থা করা হচ্ছে ?

ভারতীয় সিনেমার আমদানি বন্ধ করা হোক। যারা আমাদের স্যাটেলাইট টেলিভিশনই চালানোর অনুমতি দেয় না তাদের দেশে, তাদের সিনেমা আমদানি করে আমাদের দেশীয় সিনেমার বারোটা বাজানোর ব্যবস্থা কেন করছি ? খোলা বাজার অর্থনীতির আলোকে যদি আমদানি করতেই হয়, তবে শর্ত জুড়ে দেয়া হোক, ওদেরও আমাদের সিনেমা আমদানি করতে হবে। সেটা কি ওরা করবে ? কোন দিন ?

খবর সূত্র
সর্বশেষ এডিট : ২২ শে এপ্রিল, ২০১০ সকাল ৯:৩০
৪৫৬ বার পঠিত
৩৬টি মন্তব্য ১১টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

চাই সরাসরি দুইস্তর বিশিস্ট প্রত্যক্ষ ভোটে নির্বাচিত একটি শক্তিশালী নির্বাচন কমিশন: নতুন বাংলাদেশের অঙ্গীকার

লিখেছেন বিদ্রোহী ভৃগু, ২৪ শে নভেম্বর, ২০২৪ দুপুর ২:৪৪

ভূমিকাঃ

ছাত্র-জনতার সফল জুলাই বিপ্লবের পর আজ বাংলাদেশ গণতন্ত্র, মৌলিক মানবাধিকার, আইনের শাসন ও প্রকৃত উন্নয়নের এক নতুন পথে যাত্র শুরু করেছে। নোবেল লরিয়েট ড। ইউনূসের নেতৃত্বে অন্তবর্তীকালীন সরকার... ...বাকিটুকু পড়ুন

=শোকর গুজার প্রভুর তরে=

লিখেছেন কাজী ফাতেমা ছবি, ২৪ শে নভেম্বর, ২০২৪ বিকাল ৫:১৪



প্রভু তোমার দয়ার কথা, বলে হয় না শেষ তো
কত রিযিক আহার দিয়ে, রাখছো মোদের বেশ তো!
তোমার সৃষ্টির কেরামতি, নেই কো বুঝার সাধ্য
তোমার বান্দা তোমার গোলাম, শুধু তোমার বাধ্য!

গাছে... ...বাকিটুকু পড়ুন

সুপার সানডে : সংঘর্ষ ও নৈরাজ্যের পথে বাংলাদেশ!

লিখেছেন সৈয়দ কুতুব, ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৪৭


আজকের দিনটি বাংলাদেশের সচেতন মানুষের দীর্ঘদিন মনে থাকবে। এত সংঘর্ষ ও মারামারি অনেকদিন পর ঢাকাবাসী প্রত্যক্ষ করলো। দেশের অস্থিতিশীল পরিস্থিতিতে মানুষ আগে থেকেই উদ্বিগ্ন তার উপর বিভিন্ন অবরোধ... ...বাকিটুকু পড়ুন

ভয়েস অব আমেরিকার জরিপে সংস্কার শেষে ভোটের পক্ষে রায় দিয়েছে ৬৫.৯ % মানুষ

লিখেছেন শিশির খান ১৪, ২৪ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫৫


পাগল ও নিজের ভালো বুঝে ,কখনো শুনেছেন পাগল পানিতে ডুবে মারা গেছে কিংবা আগুনে পুড়ে মারা গেছে ? মানসিক ভারসাম্য না থাকলেও মানুষের অবচেতন মন ঠিকই বুঝে আগুন ও পানি... ...বাকিটুকু পড়ুন

ইউনূস সরকার নিজেই নিজের চাপ তৈরি করছে

লিখেছেন রাকু হাসান, ২৫ শে নভেম্বর, ২০২৪ রাত ১২:১৩


ইউনূস সরকার সব সংস্কার কিংবা কাজ করতে পারবে না ,সেটা নিয়মিতর নিয়ম মেনে নিতে হবে । রাজনৈতিক দলগুলো , যে কালচার তৈরি করে গেছে সেটা এই সরকার আমূলে বদলে দিতে... ...বাকিটুকু পড়ুন

×