অনেক দিন ধরেই আমার ব্যাকপেইন ছিল। একবার এক ডাক্তার দেখানোর পর তিনি আমেকে পিঠের এক্স-রে দেখিয়ে বললেন মেরুদন্ডের শেষ হাড়টি বাকা হয়ে গিয়েছে। এখন ঔষধের পাশাপাশি নিয়োমিত ফিজিওথেরাপী নিতে হবে, কখনো গাড়ি ড্রাইভ করা যাবে না, রিক্সায় উঠা যাবে না।
নিয়োমিত লং ড্রাইভে যাওয়া আমার বিশেষ শখের একটি। কয়েকদিন নিয়ম মত চললাম। তারপর একদিন ভাবলাম অনেকের মুখেই শুনি যে পার্শবর্তী ভারতের ডাক্তাররা ভালো, একবার ভারত গিয়ে দেখি , রথ দেখা কলা বেচা দুটোই হবে। যেই ভাবা সেই কাজ, কিন্তুু একা একা কি করে যাই, ভাবলাম বন্ধু সাগরকে সাথে নিতে হবে। সমস্যা হলো সে কিছুতেই আমার সাথে যেতে রাজী না। তখন বললাম যে ঠিক আছে তুই যাবি না , না গেলি কিন্তু আমাকে বাসে উঠিয়ে দে।
যেদিন যাব সেদিন সকাল ৬টায় সাগরকে ঘুম থেকে তুললাম, কয়েকটি লাথি ঘুসি দিয়ে বললাম যে চল আমাকে এগিয়ে দিয়ে আসবি। একসাথে গাসে উঠলাম। ওর সাথে কথা হলো যে বেনাপোল পর্যন্ত আমাকে দিয়ে আসবে।
যেতে যেতে সাগরকে পাম মারলাম, "দেখ ব্যাটা ইন্ডিয়া যাব কত জাগা ঘুরব, বম্বে গিয়ে নায়ক নয়িকা দেখব, আর তোর অফিসে তো তুই boss সাত দিন অফিসে না গেলে কি হবে? "
"ভিসা নেই তো কি হয়েছে, বর্ডারে অনেক দালাল আছে তারা সহজেই পার করে দিবে" ইত্যাদি ইত্যাদি। অবশেষে রাজী হলো সাথে যেতে।
দুপুর ১।৩০ -এ বেনাপোল পৌছলাম।
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০০৯ বিকাল ৫:২২