তানহা। তোকে মা বলেই ডাকলাম। তুই যে আমার মেয়ের সমবয়সী। তুই আমাকে ঘৃনা করছিস, তাই না? করবিই তো, তোকে আমরা দিতে পারিনি একটি নিরাপদ আবাসন তার আগেই তুই চলে গেলি।
তুই ব্যঙ্গ করে হাসছিস তাই না? হাসছিস আর ভাবছিস এই পৃথিবীটা কতই কদর্য, কত নিষ্ঠূর আর কত জঞ্জালে ভরা!
মা। তোর কথা যখনই মনে হচ্ছে তখনই বুকের ভিতরটা ডুকরে কেঁদে উঠছে।ব্যথায় কুকড়ে যাচ্ছি। মুখটিপে, আড়ালে অঝরে কাঁদছি। এমনতো হওয়া কথা ছিলনা। তোকে বাঁচতে দিলোনা মানুষরুপি নরপশু হায়েনা। মাগো তোর মায়া ভরা মুখ, তোর সরু হাত, তোর পাতলা শরীরটা দেখলেই কোলে তুলে আদর করতে ইচ্ছা করে। মা পারিনি তোকে রক্ষা করতে। মাগো, তুই আমাদেরকে অভিশাপ দে। অভিশাপ দে মা।
সর্বশেষ এডিট : ০১ লা আগস্ট, ২০১৭ দুপুর ২:৩০