অনলাইন পিটিসনে সাইন না করানোর মিথ্যা প্রপাগান্ডার জবাব। এর পরেও কি পিয়াল কুলাঙ্গার গুলা আইডি হ্যাকের ভয় দেখাবে?? তবে নতুন অস্ত্র কি??
নতুন ভাবে একটা কথা ছড়াচ্ছে যে, ইন্টারনেট পিটিশনের মাধ্যমে একটা ইস্যুতে জনমত জোগানো যায় বটে, কিন্তু সেটার গ্রহণযোগ্যতা নাকি জাতিসংঘে নাই। (ঐটার গ্রহণযোগ্যতা জাতিসংঘে নাই নাকি কিছু ভাদাষ্টিক ও ছাগুষ্টিক মাইন্ডে নাই? নাকি বিশাল জনমতেই ভাদাদের ভয়?) যখন ভাদারা আর ছাগুরা লজিকে পারে না ঠিক তখনই স্বভাবসুলভ প্রত্যেকটা স্থানকেই পল্টনের ময়দান ভেবে ভুবনবিদারী ক্রন্দনে বিভ্রান্তি ছড়ানো শুরু করে! ঠিক পাঁচমিশালী সাহিত্যের মত, এখানেও আমেরিকা ও ইরাকের ঢুকানো হয়েছে।
পাবলিককে জুজুর ভয় দেখানো হচ্ছে যে, এইটা নাকি ফিশিং স্ক্যাম! আরো বড় জুজু হইলো যে, পিটিশনটার নাম বদলাইয়া নাকি যাইতে পারে “যুদ্ধাপরাধীদের বিচার বন্ধ করো বা গোলাম আযমের মুক্তি চাই” (যেইখানেই রাজাকারদের নাম নিবেন সেইখানেই থুথু দিবেন, এইখানেও থুথু দেন, থু থু)। তারপর চতুরতার সাথে hoax-slayer এর লিঙ্ক দেওয়া হইসে, তবে hoax-slayer সাইটের কোথাও নাই যে change.org একটা ফিশিং স্ক্যাম (আজকালকার ছেলেরা যে ইন্টারনেট সম্পর্কে ভালো ধারণা রাখতে পারে এইটা হয়ত ছাগু ও ভাদা উভয়ই জানে না! )। আরো বলা হয়েছে, এইখানে সাইন করলে নাকি আইডি হ্যাক হবে (বেকুব সবাইকে বেকুব মনে করে :পি :পি), নয়তো ইউজার প্রোফাইলের তথ্যাদি বিক্রি করে মোটামুটি বড় অংকের টাকা কামাবে (লা..লা...লা...এখনও হাসতেই আছি)!! মধ্যপ্রাচ্য ও ইন্ডিয়া দুই জায়গা থেকেই গাজার সাপ্লাই বেড়ে গেছে মনে হয়।
যাদের বিস্তারিত পড়ার সময় নাই, তাদের এক কোথায় বলি, গাজার সাপ্লাইও বেশি হলে তখন লেখার মধ্যে ফিকশন বেশি চলে আসে। তাই হয়েছে। এই মিথ্যা অভিযোগগুলো যুক্তি দিয়ে নিচে খন্ডন করা হবে। আসল কথা হলো, ১ লাখ মানুষ টিপাইমুখ বাধের বিরুদ্ধে পিটিসনে সাইন করবে, এইটা জাতিসংঘসহ পৃথিবীর বড় বড় অনলাইন কমিউনিটিতে যাবে, এইটা কিভাবে ভাদারা সহ্য করবে?
আমরা ফিকশন লিখব না, গলা চেপে কাউকে বার্লিও খাওয়াবো না, বিভিন্ন সাইট থেকেই ওদের তথ্যগুলো তুলে ধরব। নিজের বিবেককে জাগ্রত করুন সত্যের সন্ধান পেয়ে যাবেন।
জুজুর ভয় খন্ডন করি। প্রথমেই ফেইসবুক ও ফিশিং স্ক্যামের জুজুর ভয়কে একটু দৌড়ানি দেই! Change সাইটটি Registration করার পর আপনেকে ফেইসবুকে শেয়ার দিতে বলে (নিজের প্রসার কে না চায়?)। ফেইসবুকে Farmville কিংবা Mafia খেলেছেন বা ফেইসবুকে যারা app যেমন Facebook banner ব্যবহার করছেন তারা এইটা জানেন। ফেসবুকের বেশিরভাগ Apps ই এরকম ১টা "Request For Permission" form এ "agree" করায় নেয়। ফেইসবুকের যেকোনো game বা app চালাতে আপনাকে একই রকম permission দিতে হয়। আপনার ইচ্ছা না হলে শেয়ার দিবেন না। Farmville এর "Request For Permission" form এর screenshot দেখুন :-
উইকিপিডিয়াতে কি লেখা আছে দেখেন - "Third party applications had access to almost all user information of facebook". Link ~ http://bit.ly/vYx8go
এইটা ফেইসবুকের সব App কিংবা Game এর ক্ষেত্রে এইটা একটা Common ব্যপার। আর ফেইসবুকে আমরা বিভিন্ন লেখা বা ছবি তো আর কম শেয়ার করি না এই সাইটটাকে শেয়ার করলে এমন কি বা হবে !? বরং শেয়ার করলে আপনার বন্ধুরাও দেখতে পাবে এবং তারাও টিপায়মুখের বিরুদ্ধে ভোট দিয়ে আসবে (আর এইখানেই ভাদাদের ভয় :p)।
উনারা দেশকে ফেলে এতই যখন নিজের ইমেইল একাউন্টের নিরাপত্তাহীনতায় ভুগছেন, তখন ইন্টারনেট ব্যবহার না করলেই ভালো হয়(অবশ্য ইন্টারনেট না থাকলে তাদের রুটি হালুয়া উপার্জনের পথ বন্ধ হয়ে যাবে বৈকি :পি )।
পৃথিবীর সবচেয়ে বড় Rating সাইটগুলার মধ্যে একটা হলো Alexa. Alexa এর Rating এ বলা হয়েছে,
"Change.org is a community platform that creates a web of social networks for over 1 million nonprofit organizations."
Global Alexa Traffic Rank এ এর Position 4,025 এবং US এ তে এর Position 1,287. ScreenShot :-
এইবার ভাইরাসের উদ্দেশ্যে বিশাল একটা অভিযান করে ডজন খানেক anti-virus দিয়ে scan করেও একটা virus খুজিয়া পাইলাম না (বিশাল হতাশার ইমো হইবে)। AVG Online Virus Scanner, McAfee Virus Scanner, ESET Internet Security, Kaspersky Anti-virus দিয়ে Scan করেও কিছু পাওয়া যায়নি। Screenshot দেখেন :-
এমনকি Malwarebytes এবং Spybot দিয়েও এই সাইটটিতে ActiveX-based Spyware, Adware, Browser Hijackers, Dialers এবং অন্য কোনো Potentially Uunwanted Software খুঁজে পাওয়া যায়নি। তারমানে সাইটি পুরোপুরি Safe !! (এইবার ভাদারা কি যুক্তি দেখাবে তার অপেক্ষায় আছি )
আমরা এমন ১টা সাইট নিয়ে কথা বলছি যেটার পেছনের লোকগুলা তাদেরকে লুকানোর চেষ্টা করেনি। ফিশিং সাইটগুলার কারিগরেরা নিজেদের পরিচয়এভাবে দেয়না। (বিস্তারিত জানতে এই লিঙ্কে যান :- http://chn.ge/sghIen) তাদের screenshot দেখেন :-
এই সাইটের আবিস্কারের পিছনের ইতিহাস জেনে নেই :- Change.org is a social venture started in 2006 by two former classmates from Stanford University Ben Rattray and Mark Dimas. We currently have more than 80 staff members, with offices in San Francisco and Washington DC, as well as a distributed team of organizers around the world.
Change এর মত আরো কিছু অনলাইন পিটিশন সাইট আছে যেমন Avaaz.org, Petitions.GoodEasy.info, Internet Petition এবং 38 Degrees. Avaaz এর ১০ মিলিয়ন মেম্বার আছে! অন্যান্য অনলাইন পিটিশনগুলোর মিলিয়ন মিলিয়ন মেম্বার আছে।
উইকিপিডিয়াতে লেখা আছে :- There are now several major web initiatives featuring online petitions, for example Change.org, Avaaz.org, Petitions.GoodEasy.info, Internet Petition and 38 Degrees. These are growing in popularity and in their ability to achieve political impact. The Economist comments that Avaaz has had "some spectacular successes" but raises questions about what objective measures can be used to assess "the reach of a global e-protest movement
প্রথমেই পিটিশনে কি আছে দেখি। পিটিশনের উল্লেখযোগ্য কিছু অংশ যা ভাদাদের গাত্রে জ্বলনের কারণ হয়েছে তা দেখি :-
The Prime Minister of India has announced that it definitely is constructing the Tipaimukh dam. This will damage the ecosystem of the surrounding area including Bangladesh.
India is doing it with total disregard to the calls of the people of Barak valley and without joint detailed and independent Environment Impact Assessment (EIA), which is required under the Environment Protection Act 1986.
There has been no meaningful public consultation. Neither is there Environment Management Plan (EMP) for formulating, implementing and monitoring environmental protection measures (during and after the project) nor there any Rehabilitation and Resettlement Plan!
India is certainly violating international laws and conventions. We just want them to obey these laws and conventions. The Tipaimukh dam project is violating United Nations:
1. Helsinki Rules (1966)
2. The United Nations Convention on the Law of the Non-Navigational Uses of International Watercourses (the UN Convention), adopted by the United Nations General Assembly on 21 May 1997.
3. UNEP Convention on Biological Diversities, 1992
4. Ramsar Convention on Wet Lands 1971, arranged by the UNESCO
5. World Commission on Dams (WCD) 1998, Established by World Bank and IUCN
United Nations must oversee the whole matter and initiate the establishment of a regional water commission with affected country and ensure rightful water supply for Bangladesh.
*By Farakkah, Tista and other Barrages India is controlling our water. As a consequence, we are losing 100 billion taka every year from our economy as northern part of Bangladesh is turning into a desert. We rightfully want to demand compensation for those losses from India.
*Until and unless our water interest is guaranteed, Bangladesh with the assistance of other friendly countries must create pressure on India from the international community to ensure its rightful water shares in common rivers.
*We all Bangladeshis, irrespective of where we live in the world, political views and religion, must participate in the protest.
Some experts are saying that the Tipaimukh dam is more dangerous than an atom bomb.
Therefore, we can no longer trust India and are making our petition to the highest authority of the world, The UNITED NATIONS, to enforce international laws and conventions.
বিস্তারিত পড়তে চাইলে এই লিঙ্কে যান:- http://chn.ge/sSklHz
আসুন, দেখি সাইন করার সময় আপনি কি কি Terms & Conditions এ Agree করেন, পড়তে চাইলে এই লিঙ্কে যান :- http://chn.ge/rRDCnz
এইবার দেখি এই পিটিশনের পিছনের ব্যক্তি কারা কারা :
* A N M ESSA. Central Convenor, International Tipaimukh Dam Prevention Committee. মেইল এড্রেস :- tdpc@hotmail.co.uk; ওয়েবসাইট :- http://www.itdpc.org
* Atiqur Rahman Khan Eusufzai. Chairman, International Farakka Committee, Inc, New York. মেইল এড্রেস :- atique.eu@gmail.com ওয়েবসাইট :- http://www.farakkacommittee.com
* Advocate Abed Raja. President, Sylhet Divition Development Action Council, Dhaka, Bangladesh. মেইল এড্রেস :- advocate.abed.raja@gmail.com;
* Dr. Hasanat Husain. Convenor, Voice For Justice World Forum ওয়েবসাইট :- http://www.voiceforjustice.org
তাদের ওয়েবসাইটগুলোতে গেলে তাদের সম্পর্কে বিস্তারিত জানতে পারবেন, কিংবা মেইল করেও আপনার কোনো জিজ্ঞাসা থাকলে জানতে পারবেন। (অবশ্য 'এরা সবাই ছাগু' এই নিয়ে ঘুব শীঘ্রই ব্লগ আসবে :পি )
ভাদাষ্টিক আবুলগোত্রীয় ছাগুষ্টিক ফিউশনিষ্টগন, প্যান্টের উপর আন্ডারওয়ার পড়িলেই যদি সুপারম্যান হওয়া যাইতো তাহলে তোমরা যে কি করিতে তা একমাত্র ঐ সৃষ্টিকর্তাই ভাল জানেন। অনলাইন পিটিশন কিভাবে কাজ করে জেনে নেই:-
Think of it this way: what if you started to receive emails from each of your neighbors asking you to mow your lawn more often? Or, what if your company received thousands of emails from valued customers asking you to use a different supplier for your parts? How quickly would you act?
That’s the unique thing about creating an online petition on Change.org: when you specify an email address for your target, each time a supporter signs your petition, an email is automatically sent directly to that person. Governments, companies and individuals value their reputations and feel accountable to their neighbors, constituents and customers. When hundreds or even thousands of emails arrive in their inboxes, the message is very hard to ignore.
অনলাইন পিটিশনের কিছু সাফল্য দেখি:-
* Bank of America Drops Proposed Debit Card Fee ~ 3,06,894 Votes (আমেরিকার ৩ লাখ মানুষ ফিশিং সাইটে ভোট দিসে নাকি!! হি হি!!)
কিভাবে পিটিশন এখানে কাজ করেছে তা জানতে Guardian এর এই লেখাটি পড়ুন ~
How our petition beat Bank of America's debit card fee লিঙ্ক ~ http://bit.ly/tMS3pc
* Secretary Clinton publicly supports Saudi women's campaigns
* Chinese Dissident Ai Weiwei Freed After Landmark Change.org Campaign
* South African Government Agrees to ‘Corrective’ Rape Activists’ Demands
* Saudi Arabia Releases Canadian Imam
* The California Dream Act is Signed Into Law
* California Shark Fin Ban Becomes Law
* Baby Eden Will Be Reunited With Her Family in the U.S.
* Texas to Restore Climate References In Galveston Bay Report
* Solidarity with the people of Egypt: an online petition launched in January 2011 to express solidarity with the people of Egypt during the 2011 Egyptian protests, in which the Egyptian people sought to peacefully remove the dictatorial regime of President Hosni Mubarak, in order to establish democracy - Avaaz
* Appeal to United Nations Security Council delegates, European Foreign Ministers, and the High Representative of the Union for Foreign Affairs and Security Policy to impose specific actions to stop and prosecute the violence against civilians in the 2011 Libyan uprising[37] and appeal to United Nations Security Council to create a no-fly zone over Libya - Avaaz
* Appeal to Prime Minister of Turkey Recep Tayyip Erdoğan and the Turkish government to help release Iman al-Obeidi and investigate her case - Avazz
এইখানে সফল্য কিংবা ব্যর্থতার চান্স ৫০/৫০। ধরে নিলাম, কোনো সাফল্য আসলো না। জাতিসংঘ কোনো হস্তক্ষেপ করলো না। অন্তত বাংলাদেশের ১ লাখ মানুষ যে টিপাইমুখের প্রতিবাদে জাতিসংঘের কাছে পাঠানো পিটিসনে সাইন করেছে, এইটাই অনেকের জ্বলনের কারণ হয়ে দাড়িয়েছে।
তাদের (খোড়া)যুক্তি হলো যে, সুন্দরবনকে ভোট দিয়ে ধরা খাইছি, তাই টিপাইমুখ বাধের বিরুদ্ধে ভোট দিমু না। এবং এইটা মেঙ্গ-পাবলিককে ভালই বুঝাইসে ! অথচ এই দুইটা জিনিস পুরোপুরি আলাদা। সুন্দরবনকে ভোটের আয়োজন করেছিল আর একটি সংঘটন। যার সাথে Change.org এর বিন্দুমাত্র সম্পর্ক নাই।
ভেড়ার পাল যেমন এক সাথে চলে তেমনি ছাগু ও ভাদারাও এক সাথে একসাথে চলে !!(:p) টিপাইমুখ আন্দোলন আন্তর্জাতিক পর্যায়ে ছড়িয়ে পরতে পারে এই ভয়ে ভীত হয়ে তারা ভেড়ার পালের মত রাতের আধারে সদলবলে আমাদের পেইজে পরিকল্পিতভাবে হানা দেয়। গালা-গালি, অশ্লীল, অকত্থ ভাষা প্রয়োগের মাধ্যমে তারা তাদের প্রকৃত রূপ প্রকাশ করে। যারা ভোট দিসে তারা নাকি 'বোকাচো**দা, মহামূর্খ, জাতিসংঘ নাকি কারো বালও ফালাইতে পারব না, পায়ু পথে যৌন সুরসুরি অনুভব করতেই নাকি 'ছাগুরা' ভোট দিতেসে'!! যারা সদলবলে এসে পেইজে আক্রমন করেছে তাদের নাম হলো :- অমি রহমান পিয়াল, অরিত্র আহমেদ, রাতুলাদিতায়া সরকার, ধীমান ভট্টাচার্য, বোকা মানুষ, সিডেটিভ হিপ্নটিক্স, শিক্ষা দাস, বড়ুয়া সুমিত। একটা screenshot দেখেন:-
৩২টা থাপ্পর, জুতা মুজা পেইজসহ ফেইসবুকের জনপ্রিয় সব পেইজগুলো যখন Change.org এর মত অনলাইন কমিউনিটিতে পিটিশন সাইন করতে বলে; আর তখন আমাদের পেইজকে টার্গেট করেই কেন একদল লেজকাটা শিয়াল জ্ঞান জাহির করতে আসে? কারনটা খুব স্পষ্ট!! আমাদের লেখা তাদের সহ্য হচ্ছে না। সহ্য হবে কিভাবে? ভন্ডামির মুখোশ খুলে দিয়েছি যে।
'যে কারণে এডমিন ছাগু' :p !! জানতে হলে এই লেখাটা পড়ে দেখতে পারেন - http://on.fb.me/uNw44f
আর এডমিনের মনোভাব সম্পর্কে জানতে এই লেখাটা পড়ে দেখতে হবে - http://on.fb.me/t7kG8I
এর আগে ছাগুদের টার্গেটে পড়লাম। তারা আমাদের নামে পেইজ খুইলা বসলো। এখন পড়লাম ভাদাদের টার্গেটে !!
শোনা যায় উক্ত ভাদারা ফেইসবুকে পাবলিকে ব্রেইন ওয়াশ করার জন্য বেশ কিছু পেইজ খুলিয়াছেন। তারা ছাড়া আর সবাইকে ছাগু ট্যাগ খাওয়ানোর জন্য উঠিয়া পরিয়া লাগিয়াছেন। আশা করা যায়, এই লেখার পর আমরাও তাদের টার্গেটে থাকিব।(ব্যপক মজায় আছি :পি)
তারা এইটা বুঝে না যে, ধর্ম ব্যবসা আর স্বাধীনতার চেতনা ব্যবসা করিয়া পাবলিককে টোপ গিলানোর দিন শেষ। ইয়াং জেনারেশন এখন দল বা লীগ বুঝে না, তারা দেশের কথা ভাবে।
এই ধরনের ভাদাষ্টিকরা এবং ছাগুষ্টিকরা জীবনটাকে ভারতের এবং পাকিস্থানের জন্য উৎসর্গকৃত জন্মযুদ্ধই মনে করে থাকেন!! এদের পেটে ভাত থাকুক আর না থাকুক মাথায় ভাদাষ্টিক আর ছাগুষ্টিক ফিউশন থাকবেই!! এই সব ফিকশনের আজগুবি তথ্য এইসব মানুষ কোথা থেকে পায় সৃষ্টি কর্তাই ভাল জানেন। এরা কিছু মহত বাণী(!) ছাড়িয়াছে যে, টিপাইমুখের বিরুদ্ধে এক লাখ মানুষের অনলাইন পিটিশন থেকে দশ হাজার মানুষের সংসদ অভিমুখে মিছিল বহু কার্যকর। (সুবহানাল্লাহ বলেন ) কিন্তু সে এইটা লেখা নেই যে, তখন মিছিলে পুলিশ চিরুনি অভিযান চালাবে (আসিফ মহিউদ্দীনকে ডিবি ধরে নেওয়ার ঘটনা তারা এত তারাতারি ভুলে গেল?) অবশ্য পিঠ ঠেকে গেলে বাংলায় প্রতিঘাত করে, চিরুনির ভয় করে না ()। অপ্রিয় সত্য একটা কথা হলো যে, এই 'জ্ঞান পাপীদের' কলম থেকে টিপাইমুখ, তিস্তা কিংবা তিতাস নিয়ে একটা শব্দও বের হয় না! গতকাল রাতে প্রথম জামায়াতি একটা ফিকশন লেখা পড়লাম "একটি দুঃসংবাদ: বাংলাদেশের জন্য অশনিসংকেত", আর এখন আর একটা আওয়ামীলীগের ফিকশন লেখা পড়লাম। এত বিনোদন কোথায় রাখি (:পি :পি) !! সবাই একসাথে ফিকশন লেখা শুরু করলো।
Avro নামক সহজ পদ্ধতিতে বাংলা লেখার সফটওয়ারটি প্রচুর পরিমানে বাংলা ভাদাষ্টিক ফিউশন লেখক জন্ম দিচ্ছে।
(যদিও এতে Avro এর কোন হাত নেই)। ঠেঁকি যেমন ধান ভানবে ঠিক তেমনি ভাদারা স্বর্গে গেলেও পবিত্র স্বর্গকেও ভারতসেবার পার্টি অফিসেই রুপান্তর করবে আর ছাগুরা স্বর্গে গেলে স্বর্গকেও লেদান্বিত করবে।
প্রবাদে আছে, “বাগ নাই দেশঅ হিয়ালই রাজা”। রয়াল বেঙ্গল টাইগারের বিলুপ্তির সুবাদে আমাদের দেশে স্ব-ঘোষিত শিয়াল পন্ডিতরাই জাতীয় পশুতে পরিনত হবার দাবিতে ক্রন্দনরত।
দেশে আপনি যতই লাফান মিটিং, মিছিল, মানববন্ধন করেন না কেন তা বাইরে প্রচার হয় না, কিন্তু Change এর মত পৃথিবীর সবচেয়ে বড় অনলাইন কমিউনিটিতে যখন পিটিশন সাইন করা হয় তখন তা শোষক শ্রেনীর জন্য হুমিকই বটে। এখন, টিপাইমুখ বাধ বন্ধে ভোট দেওয়ার সিদ্ধান্ত আপনার।
আমাদের পেইজের লেখাগুলো পড়ে যদি ভারতীয় দালালদের, পাকিস্তানের দালালদের, আওয়ামী লীগের পা চাটাদের, বিএনপির পা চাটাদের এবং জামায়াতের পা চাটাদের গাত্র জ্বালা করে কিংবা বোমাবাজ ধর্মব্যবসায়ী ও নাস্তিকদের সুরসুরি অনুভূত হয় তবে আমরা দুঃখিত!! :p
[ফেসবুকে একটি পেজে দেখলাম পিয়াল তার সাঙ্গ পাঙ্গ নিয়া সেই রকমের লেদানি শুরু করছিলো। পরে দেখি এডমিন পুরা পিছন দিয়া খাম্বা ধুকাইয়া দিছে।এতোগুলো প্রমানের পর যে আবাল এখানে লেদাইতে আইবো তার লাইগা কঞ্চি ওলা বাশ রেডি করতাছি। লেখাটি ফেসবুকের "অপ্রকাশিত" পেজ থেকে নেওয়া। ]
মূল লেখা Click This Link
গাজী মুক্ত সামু!!
মনপুরা মুভিতে একটা ডায়ালগ ছিলো যে, গাজী বেটারে তুমি চিনো না, বেশি ফাল পাইরো না। এদিকে ব্লগের গাজীকে সবাই চিনে, যারা লাফালাফি করে তারা ব্যবস্থা নেয়,গাজী কিছু করতে পারে না,ব্যান... ...বাকিটুকু পড়ুন
ধর্মবিদ্বেষের উদ্দেশ্য-বিধেয়
♦أَعُوْذُ بِاللهِ مِنَ الشِّيْطَانِ الرَّجِيْمِ (বিতাড়িত শয়তান থেকে আল্লাহ্'র নিকট আশ্রয় প্রার্থনা করছি)
♦بِسْمِ ٱللَّٰهِ ٱلرَّحْمَٰنِ ٱلرَّحِيمِ (পরম করুণাময় অসীম দয়ালু আল্লাহ্'র নামে)
♦ٱلسَّلَامُ عَلَيْكُمْ (আপনার উপর শান্তি বর্ষিত হোক)
(ছবি নেট হতে)
গত... ...বাকিটুকু পড়ুন
আসুন সবাই মিষ্টিমুখ করুন
কোণ খুশিতে যদি কেউ জিজ্ঞাষা করেন, তবে বলব আপনি আপনার মত করে ভেবে নিয়ে খান। তবে কোন মিষ্টিটা খাইলেন , তা জানাতে ভুইলেন না কিন্তু... ...বাকিটুকু পড়ুন
চাঁদ গাজীর ব্যান তুলে নিন/ ব্লগ কর্তৃপক্ষ ‼️
আমি যদি গাজী’ ভাইয়ের যায়গায় হতাম জিবনেও সামু’তে লেখার জন্য ফিরে আসতাম না।
হয় বিকল্প কোন প্লাটফর্ম করে নিতাম নিজের জন্য। অথবা বাঁশের কেল্লার মত কোথাও লিখতাম।
নিচে ব্লগার মিররডডল-এর করা পুরো... ...বাকিটুকু পড়ুন
প্রথম আলো এবং ডেইলি স্টারের মতো প্রতিষ্ঠানের উচিত তাদের অবস্থান পুনর্মূল্যায়ন করা এবং বাংলাদেশকে সর্বোচ্চ অগ্রাধিকার দেওয়া।
বাংলাদেশে গণমাধ্যমের ভূমিকা বরাবরই সংবেদনশীল এবং গুরুত্বপূর্ণ। একটি গণতান্ত্রিক সমাজে গণমাধ্যমের কাজ হলো সত্য প্রকাশ, জনমতের প্রতিনিধিত্ব এবং গণতন্ত্রকে সুরক্ষা দেওয়া। তবে সাম্প্রতিক সময়ে বিভিন্ন মহলে অভিযোগ উঠেছে যে, বাংলাদেশের... ...বাকিটুকু পড়ুন