কিছুদিন আগে ফিউশন ফাইভ গায়েবি পোষ্টগুলো ফাস করে দিয়েছিল। কাজটা ঠিক হয়নি নিঃসন্দেহে। ব্লগে তথ্য অধিকার আইন কার্যকর নয় বিধায় সম্মানিত ব্লগারদের প্রাইভেসি ক্ষুন্ন হয়েছিল চরমভাবে।
যা হোক, গুমড় ফাস করা-করির ব্যাপারটা যখন একবার চালু হয়েই গেল, তখন গোপন অনুসন্ধানে প্রাপ্ত কিছু 'ড্রাফট্'-এর সংবাদ ব্লগারদের জানানো দায়ীত্ব মনে করছি, জানার অধিকার সবারই আছে। লেখাগুলো এখনও পোষ্ট করার অনুকূল পরিবেশ তৈরী হয়নি বিধায় আলোর মুখ দেখার অপেক্ষায়!
______________________________
১।
ফিরে দেখা ইতিহাসঃ আওয়ামি দুঃশাসন এবং আমাদের গোল্ড ফিশের মেমোরী।
লিখেছেন অমি রহমান পিয়াল , ১১ই ডিসেম্বর, ২০০৯, রাত ১১:৬০
আমাদের ইতিহাস শোষন এবং বঞ্চনার ইতিহাস। আর এর সবচেয়ে কালো অধ্যায় জুড়ে আছে আওয়ামি লীগের দুঃশাসন। আগের পোষ্টে (বাংলাদেশের কালো অধ্যায়, পর্ব ১৯৯৬-২০০১) বলেছিলাম, মাত্র পাঁচ বছরে কিভাবে দেশ পঞ্চাশ বছর পিছিয়ে গিয়েছিল। আজ আপনাদের স্মরণ করিয়ে দিচ্ছি বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে দুঃসময়ের কাল, সেই ভয়াল '৭২ থেকে '৭৫। বস্তুত বাংলাদেশের স্বর্ণযুগ বলে খ্যাত '৭৫ থেকে '৮১ এর ঠিক পূর্বাবস্থায় ছিল সেই আইয়ামে জাহিলিয়েতের যুগ, ফলে ইতিহাস জানার ক্ষেত্রে এর তাৎপর্য অপরিসীম। এবারে আসি...
২।
সমাজের প্রতিটি স্তর থেকে ইসলামি আদর্শ মুছে ফেলার ঘৃণ্য চক্রান্তের বিরুদ্ধে সচেতন তরুন সমাজকেই প্রতিরোধের দায়ীত্ব নিতে হবে।
লিখেছেন মনির হাসান ,৩১শে রবিউল আউয়াল, ১৪৯৯, সুবহে্ সাদিক।
আমরা সামাজিক-অর্থনৈতিক-রাজনৈতিক একটা আগ্রাসনের মধ্য দিয়ে যাচ্ছি। বলার অপেক্ষা রাখেনা, জোটবদ্ধ অপশক্তিই এখন এর মূল চালিকাশক্তি। এই সুদূর প্রসারি চক্রান্তের চুড়ান্ত লক্ষ্য হচ্ছে ইসলামি চেতনা চিরতরে মুছেফেলা! অত্যন্ত সুকৌশলে এই চক্র তাদের পরিকল্পনা নিয়ে এগুচ্ছে। প্রথমেই বলতে চাই...
(উল্লেখ্য, পোষ্টগুলোর সাথে পূর্বনির্ধারিত মন্তব্যও তৈরী করে রাখা আছে!)
নাস্তিকের ধর্মকথা বলেছেন: সাব্বাস ভ্রাতা!
আসলে কেবল ইসলামি চেতনাই না, খেয়াল করে দেখুন, অত্যন্ত সু-কৌশলে ইশ্বরের অস্তিত্বকেও অস্বীকার করা হচ্ছে এই সব অপপ্রচারের মাধ্যমে।
লেখক বলেছেন: ধন্যবাদ। প্রফাইলে আরজ আলী মাতুব্বরের ছবির হেতু কী?
৩।
অনুকাব্যঃ ওগো প্রিয়তমা
লিখেছেন ফিউশন ফাইভ , ১৪ই ফেব্রুয়ারি, ২০১৪, সন্ধা ৭:৩১
হয়ত পারবনা আমি সুনীলের মত
বিশ্ব সংসার তন্ন তন্ন করে এনে দিতে ১০৮টা নীল পদ্ম,
হয়ত পারবনা ত্রিবিদের মত
ভালবাসতে বাসতে ফতুর করে দিতে;
তবু, কে পারবে আমার মত
হৃদয় নিংড়ানো ভালবাসা দিতে?
তোমার ঘণকাল চুলে মেঘের রাজ্যে হারিয়েছিলাম যে'দিন,
হয়ত বলিনি, পারিনি বলতে,
অজান্তেই সঁপেছিলাম এ' প্রেমিক হৃদয়;
কেবলই তোমার তরে!
আজ কেবল...
নাফিস ইফতেখার বলেছেন: অসাধারণ লাগল! পড়তে পড়তে যেন এক স্বপ্নরাজ্যে হারিয়ে গিয়েছিলাম।
লেখক বলেছেন: ধন্যবাদ নাফিস। আসলে এখন আর কবিতা লেখার আগ্রহ পাই না। একটা সময় ব্লগে আমরা কত মজা করতাম। আহা, সেই সব দিন, মনে পড়লেই নস্টালজিক হয়ে যায়। আমার নতুন সাইটের কাজ চলছে, শেষ হলেই জানাব।
শুধু ইভ টিজিং নয়, ভার্চুয়াল ওয়ার্ল্ডেও বিশেষত ব্লগে মেয়েদের প্রতি লুলামি বন্ধ করতে হবে।
লিখেছেন ভুরিদত্ত , ২৮শে নভেম্বর, ২০০৯, রাত ১০:১০
অবাক হয়ে লক্ষ করছি, আমাদের, তথা শিক্ষিত মানুষদের নীতি-নৈতিকতা কোথায় যাচ্ছে! রাস্তা ঘাটে, বাসে-ট্রেনে, অফিস-আদালতে তো আছেই, ইদানিং দেখছি নেটে, বিশেষ করে ব্লগে কোনও মেয়ে নিক দেখলেই কতিপয় রুচিহীন ব্যাক্তি নির্লজ্বের মত ঝাঁপিয়ে পড়ছে। এর আগেরও লুলামির বিরুদ্ধে বলতে গিয়ে আমার একটা নিক 'শহীদ' হয়েছে। অত্যন্ত দৃষ্টিকটুভাবে কিছু ব্যাক্তি লোকলজ্বার মাথা খেয়ে নারী নিকগুলোর সাথে গায়ে পরে ভাব জমাতে দেখে প্রচন্ড রাগ ওঠে। শুধু তাই না, পরবর্তীতে ইনিয়ে বিনিয়ে নানা ছুতায় তারা অযাচিত ভাবে গিফট্ পাঠিয়ে বিব্রত করে থাকে! আরে বাবা, তোমাদের বলি, যে কোনও মেয়ে দেখলেই কি তাদের 'দিদিভাই' পাতাতে হবে? ঘরে মা-বোন কি নাই? আর যাই হোক, অন্তত ভুরিদত্ত এসব বরদাশত করবে না। সব কিছুরই একটা সীমা...
শুভ জন্মদিন ডাক্তার আইজুদ্দিন

লিখেছেন আইরিন সুলতানা , ৩১শে ফেব্রুয়ারি, ২০১০, রাত ১১:৫৯।
প্রথম যখন ব্লগে এলাম, তখন শুরুতেই যার লেখা মনে দাগ কেটেছিল, সে হল আমাদের সবার প্রিয় ডাক্তার আইজু। চমৎকার লেখনি শক্তির বলে নিজেকে এক অনন্য উচ্চতায় নিয়ে গেছে আইজু। ক্রমেই আমি তার দারুন সব লেখার জন্য ভক্ত হয়ে পড়ি।
আজ এই প্রিয় ব্লগারটির জন্মদিন। জন্মদিনের এই শুভক্ষনে...
তথাকথিত সাম্যতন্ত্র বা মার্কসবাদঃ পতিত আদর্শ
লিখেছেন ফারুক ওয়াসিফ , ১৭ই ডিসেম্বর, ২০০৯, দুপুর ১২:১৩
শুরুতেই একটা প্রবাদ বচন, চকচক করলেই সোনা হয় না! হ্যাঁ, মার্কসিজমের চকচকে প্রলুব্ধকর আকর্ষনের পেছনে একদিন ছুটেছিল মানুষ। মরীচকার পেছনেই কেবল ছোটার ইতিহাস, খনির পেছনে নয়! কিন্তু আশাভঙ্গের সবচেয়ে করুন পরিহাসটা অপেক্ষা করে গন্তব্যে পৌঁছবার পরেই। ফিরে চলুন গত শতকের শেষ দশকের গোঁড়ার দিকে, কি রকম তাসের ঘরের মত ভেঙ্গে পড়েছিল সোভিয়েৎ ইউনিয়ন। মূলত সেটা কেবল একটা সম্রাজ্যেরই পতন না, একটা নষ্ট আদর্শের পতন। ভাঙ্গনের ধুলোর সাথেও গুঁড়িয়ে গেছে সাম্যবাদের মিথ্যা প্রলোভন। আমরা...