দুইদিন আগেও শয়নে স্বপনের ঘুমে জাগরণে তোমার প্রোপিকই খালি চক্ষে ভাসত। এখনও ভাসে মাগার সেই প্রোপিক যে আমার কাছে দুঃস্বপ্নে পরিণত হইব সেটা কি ভাবতে পারছিলাম। লুতুপুতু পোষ্ট আর কমেন্টের পিছনে যে এতবড় একটা মিচকা শয়তান সাক্ষাৎ শাকচুন্নির মত ফোকলা দাঁত বাইর কইরা হাসতেছে সেইটা বুঝা কার সাধ্যি! তুমি আমার নিষ্পাপ ভালোবাসার নতুন ঘায়ে এইভাবে নুনের ছিটা দিবা সেইটা যদি কস্মিন কালেও টের পাইতাম তাইলে কি আর চুটকা পাতারে পাতাবাহার ভাইবা ভুল করি। আটচল্লিশটা প্রেম কইরা আসছি মাগার তোমার মত এমন হাড় বদ আর দ্বিতীয়টা পাই নাই।
কত সময় গেছে খালি তোমার পোষ্টই খুঁজতাম। সাম্প্রতিক মন্তব্যের ঘরে তোমার নিক দেখলেই কাজ কাম নাওয়া খাওয়া বাদ দিয়া ঐদিকে ছুটতাম। তোমার টাইপ করা একেকটা অক্ষর দেইখা মনে হইত ঐগুলা থিকা গোলাপের আভা বাইর হইতেছে। তখন আর কেডায় জানত যে ঐগুলা আসলে ধুতুরা পাতার উপরে গোলাপের রঙ। শুনছি একটা গাছ আছে নিজেগো রূপ গন্ধ দিয়া পোকামাকড় টাইনা নিয়া সেইগুলারে আস্ত গিলা খায়। খুব জানতে ইচ্ছা করে পুর্ব জনমে কি তুমি ঐ ধরনের কোন গাছ আছিলা কিনা।
আইজ মনেপড়ে তোমার সেই প্রথম পোষ্টের কথা। কি সুন্দর মধুভরা ভাষায় লেখছিলা, তুমি ব্লগে নতুন আইছ। সবার সহযোগীতা চাও। নিক প্রোপিক দেইখাই সেই যে দিলমে চাক্কু বইসা গেল আর আইজ সেই চাক্কু আমার অন্তর থিকা হাড্ডি কলিজা সব খোঁচাইয়া খোঁচাইয়া বাইর করতেছে। ঢাকা শহরের কাউয়ার সংখ্যাও হয়তো গুইন্যা শেষ যাইব মাগার তোমার ফাইজলামি গুইন্যা শেষ করা যাইব না।
ইংরেজীতে একটা কথা আছে, লাভ এট ফার্স্ট পোষ্ট। আমার দশা হইছিল সেইটা। আমার সেই লাভে লাভের গুর পিঁপড়ায় খাওয়ার দশা হইব সেইটা কেডায় জানত। ভালোবাসা মোরে ভিখারি করেছে এখন আর আমার হারানোর কিছু নাই। এইবার আমি তোমারে দেইখা ছাড়ুম। ইভা রহমান দেখছ ইভা রহমানের গান দেখ নাই। এইবার তোমারে আমি ইভা রহমানের গান দেখামু। এলা বুঝবা হাউ মেনি পোষ্টে হাউ মেনি কমেন্ট। মাল্টি দিয়া একের পর এক কমেন্ট কইরা তোমার পোষ্টে হিট বাড়াইছি আর অক্ষণ সেই মাল্টিগুলা দিয়াই তোমার নিকরে আমি ছ্যাড়াবেড়া বানাইয়া দিমু। আমারে ছাইড়া আক্কেল আলীর মত বেক্কেলের নিকের লগে তোমার লুলামীর ইহকাল পরকাল আলাদা কইরা ছাড়ুম।
শোন ডার্লিং, আইজকাইল আক্কেল আলীর মত নয়া সেলিব্রিটির লগে তোমার ভাব চালাচালি খুব ভালোই দেখি। আক্কেল আলীর নতুন পোষ্ট আসলেই আগেভাগে গিয়ে অখাদ্য পোষ্টরে যেইভাবে প্রশংসায় ভাসাইয়া দেও সেইটা দেখলেই আমার বুকের মইধ্যে ঢেঁকির পাড় পরে। আমি কাউরে ছাড়ুম না, উনিশ দুগুনে বেয়াল্লিশ টুকরা কইরা ছাড়ুম। মডুগো লগে খাতির জমাইতেছি দরকার পড়লে আরো চাইরশ মাল্টি সেফ করামু। আমি এখন ডেঙ্গু মশা, যতই মশারির ভিতরে ঢুইক্যা বইসা থাকো পার পাইবা না। একবার না একবার তোমার মশারির থিকা বাইর হইতেই হইব।
মনে করছ তোমার নয়া ডার্লিং আক্কেল আলী সেলিব্রিটি তোমারে বাঁচাইব। কোন রাস্তা নাইগো প্রিয়তমে। দরকার হইলে মডুগো কইয়া তোমার নয়া ডার্লিং আক্কেল আলীর নিকও ব্যান করাইয়া ছাড়ুম। পরে আর হাজার মাল্টি খুললেও সেইগুলা সেফ করাইতে পারব না। আক্কেল আলী এখনও জানেনা যে ভীমরুলে চাকে মধু হয়না যার জন্যে তোমার মিচকা শয়তানের লতুপুতু কমেন্টের ফান্দে পইড়া আমার মতই ছ্যাক খাওয়ার জন্যে দিন গুনতেছে।
ভাবছ এতকিছুর পরেও পার পাইয়া যাইবা। নো ওয়ে ডার্লিং, আমি এখন জ্বলন্ত আগুন। ভীমরুলের চাক বাসার সাক্ষাত যম। সব ছারখার কইরা দিমু। নয়া পুরান কোন সিন্ডিকেটই তোমারে বাঁচাইতে পারব না। তোমার বিরহে কাতর হইয়া কানে হেডফোন লাগাইয়া বিরহের গান শুনুম না, এখন আমি বিদ্রোহী। তোমার পোষ্টে পোষ্টে সিরিয়া আফগানিস্তানের যুদ্ধ লাগাইয়া দিমু। মাল্টি দিয়া গণ রিপোর্ট কইরা তোমার নিক ব্যান করামু।
তাই বলতেছি এখনও সময় আছে সব ধরনের মিচকামি বাদ দিয়া ভালা হইয়া যাও। নইলে খালি তোমার আক্কেল আলী ক্যান অনন্ত জলিল শাকিব খান আইলেও তোমারে ভার্চুয়াল সমাধি রুখতে পারবনা।
ইতি,
তোমার সাবেক প্রেমিক