একটি অনুষ্ঠানে জয় বলেছে মাদ্রাসা শিক্ষার হার বেড়ে গেছে। মাদ্রাসা ছাত্র/ছাত্রীও বেড়েছে। তাই এখন থেকেই আমার মাদ্রাসা শিক্ষা কমিয়ে নিতে আন্দোলন শুরু করে দিয়েছি।
মাদ্রাসা শিক্ষা বন্ধ করা মানে ইসলাম বন্ধ করে দেয়া। জয় যে করতে যাচ্ছে পূর্বেকার বুল লাহাব আবু জেহেলেরা ইসলাম কে বন্ধ করতে অনেক ষরযন্ত্র করেছে কিন্তু সফল হয়নি। বরং নিজেই ধ্বংস হয়েছে। জয়েরও এই অবস্থা হবে।
ইনশা আল্লাহ ইসলামিক শিক্ষা প্রতিষ্ঠান বন্ধের ষরযন্ত্রকারী সফল হবে না। ক্রমেই মাদ্রাসা বাড়ছে আগামী আরো ছাত্র/ছাত্রীর এবং শিক্ষা প্রতিষ্ঠান বৃদ্ধি হবে।
বাংলাদেশে উল্লেখ যোগ্য কয়েকটি মাদ্রাসার ছবি:-
Jamia Luthfia Anwarul Uloom Hamidnagar (Boruna Madrasah)
গহরপুর মাদ্রাসা সিলটে

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




