আবারও জ্বলে উঠুক তীব্র মিছিলের শ্লোগান;
তারার মতো ফুটুক আকাশে মানুষ
মানুষের দেশে। পাখিরা ডালে ডালে
গেয়ে উঠবে মুক্তির গান, দুপুর রোদ্দুর
পোড়াবে কালো অন্ধকার; রাত্রি আসুক নির্ভিক।
আমাদের চাওয়া-পাওয়ারা পাবে বিশ্বাসের হাতিয়ার;
শিশুর হৈচৈ বৃক্ষশাখে হাওয়া-খেলা দোলনায়
ডাকনামতার সুরেল আশ্বাস প্রফুল্লতা ছুঁয়ে যাক প্রাণ।
আমাদের দু'চোখের স্বপ্নরা
ঝিলের জলের মতো নাচবে; সোনালী সম্ভার।