প্রেম ভালোবাসা সম্পর্কে খুব বেশি বিমুখ ছিলাম। হঠাৎ করে আমার এক বান্ধবীর প্রেমে পড়ে গেলাম।এর পেছনের কারণ হল আমি যে রকম মেয়ে বিয়ে করব ভেবেছিলাম তার সবগুলো গুণ তার মধ্যে রয়েছে।আমি তার সাথে প্রেম করতে চায়না বরং তাকেই জীবনসঙ্গীনী বানাতে চাই।কিন্তু মেয়েটি সমবয়সী প্রেম এবং বিয়ের বিষয়ে অনাগ্রহী। বিষয়টি আমি আগে বুঝতে পারি নি, বুঝতে পারলে হয়তো এ পথে এগুতাম না। তবে আমরা এক অপরের অনেক যত্ন নেই। যাই হোক আমাদের বর্তমান অবস্থা হল, আমরা দুজনই ঢাবির একটি ডিপার্টমেন্টে তৃতীয় বর্ষে পড়ছি। ও বাড়ির বড় মেয়ে ওর ছোট আরও দুটো বোন আছে। একটি এ বছর ইন্টারমিডিয়েট পরীক্ষা দিয়েছে অপরটি এসএসসি পরীক্ষা দিয়েছে।
আমি তাকে আমার ভালোবাসার কথা এখনো জানাই নি। জানাতেও শাহস পাচ্ছি না, ভয় লাগে যদি না গ্রহণ করে তাহলে খুব কষ্ট পাব। আবার না জানিয়েও অনবরত পুড়ছি শুধু।
এ নিয়ে কয়েকদিন ধরিই খু্ব সমস্যার মধ্যে রয়েছি, পড়া হচ্ছে না, সারাদিন মন খারাপ করে বসে থাকি। কি করব বুঝতে পারছি না,
আপনাদের পরামর্শ কামনা করছি।[/su
আপডেট (২/৩/২০১৩)
সেই মেয়েকে প্রস্তাব দিয়েছিলাম, ২০১২ সালের মে মাসের ১৭/১৮ তারিখে। মেয়ে না করে দেয় তার পারিপাশ্বিকতার কথা বলে। কিন্তু যোগাযোগ রয়েছে, আগের মতই। কিন্তু আমি তাহাকে ভুলতে চেয়েও ভুলতে পারি নাই।
সর্বশেষ এডিট : ০৩ রা ফেব্রুয়ারি, ২০১৩ রাত ১১:০১