তোমার শরীর বাদামী হয়ে ওঠা নিয়ে প্রশ্ন তোলার সাথে সাথে, তুমি তর্জনী উঠিয়ে নির্দেশ করো - জেগে উঠো, আর দেখও ভেষজ ঘ্রাণে আমাদের রাতের বাগান ক্যামন ভরে উঠেছে। আমরা যুগলবন্দী হয়ে ঘুমানোর প্রস্তুতি নেই। আমরা চোখের ভাষা নিয়ে গবেষণায় কাটিয়ে দেই দুই দুইটি শৈল্পিক জনম।
তোমার শরীর বাদামী হয়ে উঠেছিল বলে জন্ম নিয়েছিল পৃথিবীর প্রথম নারীঘাসফুল। তুমি হয়েছিলে পৃথিবীর প্রথম নারীঘাসফুলের মা, আর আমি বাবা।
আমি তুমি আর পৃথিবীর সব নারীঘাসফুল আজ যুগলবন্দী। আজ পৃথিবীর সব নারীঘাসফুল আমাদের সন্তান!
সর্বশেষ এডিট : ০৬ ই অক্টোবর, ২০১৩ সকাল ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



