আঞ্চলিক ভাষায় ---------
মুই দিনাজপুরের মানুষ। ফলমুলের টাইম হইলে গোটা দ্যাশের মানুষগুলা দিনাজপুর দিনাজপুর করে। মুইও দিনাজপুর নিয়া গর্ব করো বাহে।
চারপাশটা সবুজ আর সোনালী দেখিয়া মোর খুব ভালো লাগে। দিনাজপুরের আম,কাঠাল,আর ফলমুল দেখিয়া অবাক হইবেন বাহে। লিচু ক্যেনে বাদ দিনু। হামার দিনাজপুরের টসটসা লিচু খায়া চিনির স্বাদ ভুলে গেইলে হামাক দোষ দিবেন না কিন্তু। কাঠারিভোগ চাউলের স্বাদ আর গন্ধ একবার পাইলে গোটা জীবনেও ভুলবেন না ভাইরে। পাবনা সুইটের রসমালাই আর মিষ্টি খায়া সাথেও নিয়া যাবার চাইবেন যে।
স্বপ্নপুরী দেইখা হারাই ফেলা স্বপ্নটারে ফিরাই পাবার পারেন। রামসাগর, মাতাসাগর, সুখসাগর দেখিয়া হায় হায় করিবেন। ''কান্তজী মন্দির'' দেখিলে কইবেন ,' এটা ক্যামনে তৈরি সম্ভব হইছে একটু কয়া যান ক্যানে'। রাজবাড়িও দেখিয়া যাইবেন কিন্তু।''চারদিকের রেলগাড়িগুলা ক্যামন কইরা চলে'' পারবর্তীপুর আসিয়া দেইখা যান বাহে। তার সাথে সাথে দেখেন মধ্যপাড়া আর বড়পুকুরিয়ায় মাটির ভিতর থাকি ক্যামন করি পাথর আর কয়লা তোলে। জানেন বাহে, বড়পুকুরিয়াত তাপবিদ্যুতও বানায়।আরো দেখিবার পারেন, হামার আত্রাই আর কাঁকড়া নদীত রাবার ফুলাই ড্রাম বানাই ক্যামন করি পানি আটক করে। ইন্ডিয়াকে এক ফোঁটা পানিও হারা দিমোনা।
হারা অলস হইলেও অনেক সহজ- সরল ভাইরে। টাইম হইলে ঘুইরা যান হামার দিনাজপুরটারে।