হে মহীয়সী, হে মানবি, হে নারি
আমার দুটো দিন সময় চাই
আমার শরীরে বইছে আমার ধর্ষক প্র-পিতামহের রক্ত
আমার মানব হতে দুদিন সময় চাই।
আমার আরো দুটো দিন সময় চাই
তুমি ভুলে গেছ
আমার খুরতত ভাই,
সেদিন, সেই রাতে তোমায় কুলোশিত করেছিল,
আমার কুলোস মুক্ত হতে দুদিন সময় চাই।
আমি উনবিংশ শতাব্দীর শিশু বিংশ শতাব্দীতে পৌরুষ
আমি হাত বাড়ালেই আজ অশ্লীলতার ছোঁয়া পাই, চোখ মেলে শুধু, রক্তে বইয়ে চলা পৌরুষ পশু টারেই দেখতে পাই
আমার পশুটারে বশে আনতে আমার আরো দুটো দিন সময় চাই।
আমি আমার প্রতিটি টিস্যু কলার সাথে কথা বলছি
তারা সবাই মা, বোন আর নারী চেনে
আমি তাদের মানব মানবীর শিক্ষা দিচ্ছি
আমি কসম করে করে বলছি
দু-দিন, হ্যাঁ ঠিক দুটো দিন সময় দাও
আমি ঠিক তাদের শিখিয়ে নেব
তুমি নারী নও, তুমি মানবি নও তুমি
তুমি অর্ধেক পৃথিবী গড়ে তোলার কারিগর।
হে মা, হে নারী
জানো আমি তোমার হাতেই আজ পৃথিবী গড়ছি
ওরা পুরুষ নাকি পশু আজ তোমায় চিড়ে কুড়ে খেয়েছে,
ওদের দুটো দিন সময় দাও।
আমায় দুটো দিন সময় দাও।
-----------------------------
-----------------------------------
________________________
বানান এবং ভাবের ভুল হলে ক্ষমা চেয়ে নিচ্ছি।
সর্বশেষ এডিট : ০৬ ই ফেব্রুয়ারি, ২০১৬ রাত ১০:০৯
১. ২১ শে ফেব্রুয়ারি, ২০১৮ সন্ধ্যা ৭:৪৭ ০