আজ সকালে একটা ফোনে ঘুম ভেঙ্গে গেল। জরুরী একটা কাজে যেতে হবে শাহাবাগ। কিন্তু কি করে যাই? সকাল থেকেই মুষল ধারে বৃষ্টি হচ্ছে সেই সাথে হিম শীতল দমকা হাওয়া। এই সকাল সাকাল বৃষ্টি আর ঠান্ডা হাওয়া গায়ে লাগলে তো নিঃশ্চিত জ্বর বাঁধিয়ে ফেলব।

কিন্তু কি আর করা আমাকে যে যেতেই হবে কাজটা যে খুব জরুরী। তাই আগত্যা বাসা থেকে বেড় হলাম কিন্তু একি!!! রাস্তা ঘাট বৃষ্টির পানিতে পরিপূর্ণ আশেপাশে একটা রিক্সাও দেখছি না। একটু দূরে চায়ের দোকানে পলিথিনের নিচে কিছু লোক জড়ো হয়ে চা খাচ্ছে আর বৃষ্টি উপভোগ করছে। রিক্সা ওয়ালারাও যেন আজ ছুটির আমেজ উপভোগ করছে তাদের টিকিটিও পাওয়া যাচ্ছে না।

রিক্সা একটা পওয়া গেল বটে কিন্তু তাতে দুইজন যাত্রী দেখা যাচ্ছে। সম্ভবত কপোত কপোতি, এই বৃষ্টির মাঝে রিক্সার হুড না তুলে আরামসে ভিজছে।

কি আর করা বাসা থেকে ছাতা নিয়ে প্যান্টটা একটু গুছিয়ে হাঁটা ধরলাম শাহাবাগের উদ্দেশ্যে। আহা কি বৃষ্টি অনেকদিন পর ছাতা নিয়ে বৃষ্টির মধ্যে হাঁটছি মাঝে মাঝে দমকা হাওয়ায় ভিজে যাচ্ছি এতটুকু ছাতায় কি আর কাজ হয় এমন ঝড় বৃষ্টির কাছে?

হাঁটছি আর হাঁটছি আর বৃষ্টিতে কাক ভেজা হচ্ছি। হাতিরপুল, কাঁটাবন মোর হয়ে শাহবাগের দিকে যাচ্ছি। রাস্তার পাশে গাছে একটা কাক বসে আছে বেচারা বৃষ্টিতে ভিজে চুপসে গেছে, আজ মনে হয় এখনও খাবার জোগাড় করতে পারে নাই। সেই দুঃখেই কি না, নাকি বৃষ্টির হাত থেকে রেহাই পাবার জন্য কাকটি শুধু কা কা করছে।

অন্যান্য দিনে সকালের ঢাকা মানেই ব্যাস্ততার ঢাকা। কিন্তু আজ সম্পূর্ণ ভিন্ন, রাস্তঘাট ফাঁকা লোকজন কম। আশে পাশের দোকান গুলোতে মানুষ জটলা করে চা খাচ্ছে আর বৃষ্টি দেখছে। সবার মধ্যেই কেমন যেন আয়েশি ভাব বিরাজ করছে। সারা শহর ঝুম ঝুম বৃষ্টিতে ভিজছে আর তা সবাই উপভোগ করছে আজ যেন কারো নেই কোন ব্যাস্ততা নেই কোন তাড়া। এই বৃষ্টির দিন কার না ভাল লাগে এ যে সমগ্র ঢাকাবাসীর বহুল প্রতিক্ষীত সেই বৃষ্টির দিন।

তাই সবাই যেন অঘোষীত ছুটি নিয়েছে আজ তারা বৃষ্টিতে ভিজবে নাচবে আর গান গাইবে আজ যে রবীন্দ্র সংগীতের দিন।

এহহহেরে... দিল তো ভিজিয়ে.. ওফফ


------------------------------------------------
-------------------------------
---------------------
--------------
---------
---
আপনাদের একটু গপ্প হুনিয়ে দিলাম।


এই দেখেন ফেরদৌস আর বিন্দু বৃষ্টিতে ভিজছে,নাচছে আর গান গাইছে।

তার পরেও কি আপনারা বিশ্বাস করবেন না যে আজ বৃষ্টি হয়েছিল?
নাহ আপনাদের নিয়ে আর পারা গেল না।

জাষ্ট ৭৫ ঘন্টা অপেক্ষা করুন। অবশ্যই বৃষ্টির কোমল পরশ পাবে দেশবাসী 'মাহা সমন্বয়ের' পোষ্ট কখনও মিথ্যা হয় না।
