জামাতে ইসলামের ছাএ সংগঠন তৈরী করছে ভবিষ্যতের জেহাদী। যারা নিজামী, মুজাহিদ ও সাঈদীর রাজনৈতিক এজেন্ডা সফল করার জন্য জেহাদী রক্ত ঝড়াবে অথবা জেএমবি'র মতো আবার নতুন কোন সন্ত্রাসী সংস্থায় আত্মঘাতী স্কোয়ার্ডের কাজে লাগবে। এভাবেই চলে শিবিরের দাওয়াতী কাজ। তাই রাজনৈতিক মার দাঙ্গায় যখন মারা যায় শিবিরের কোন নবীন জেহাদী তখন জান্নাতের টিকেট বিকি্্রর চেয়ে রাজনৈতিক ফায়দা হাসিল হয় অনেক বেশী মাএায়। শ্রীলংকা, সিয়েরেলিয়োন বা উগান্ডায় শিশু সৈনিক নিয়োগ আর শিবিরের শিশু কিশোর মাহফিল তৈরীর মাধ্যমে রিক্রটিং করার দাওয়াতী কৌশলের মধ্যে তেমন কোন পার্থক্য নেই। এ কাজটি করা হয় অতি সুকৌশলে। এ নিয়ে অভিভাবকদের ভেবে দেখা উচিত। ধর্ম কর্ম করা আর ধর্মান্ধ হওয়ার মধ্যে যে বিশাল ফারাক আছে তা হয়তো অনেকেই বিলম্বে বুঝলেও চোখের সামনে উদাহরণের কোন ঘাটতি নেই।
কিন্তু এসব কিশোর ও তরুণদের কিভাবে বিভ্রান্ত করা হয় তা একটু খতিয়ে দেখার দরকার আছে। মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে তাদের অজ্ঞতা ও উপেক্ষা করুণার উদ্রেক করলেও তা যে খুব পরিকল্পিত সেটা কি আমরা জানি? হঠাৎ করে উপর থেকে ঠুস করে বাংলাদেশ নামক একটি দেশ মাটিতে পরে পরাধীন হয়ে হাঁটতে শুরু করলো। পড়ে দেখুন মাএ একটি বাক্যে কিভাবে বাংলাদেশের মুক্তি সংগ্রামের ইতিহাস লেখা রয়েছে। শিবিরের ওযেবপেজে তাদের ইতিহাস শীর্ষক লিঙ্কে ঠিক এভাবেই লেখা আছে: The war of independence in Bangladesh ended on December 16, 1971. The people - longing for freedom, won victory after a nine month long homicidal war. অর্থাৎ ষোলই ডিসেম্বরে যুদ্ধ শেষ হয়ে গেল, দেশ স্বাধীন হলো। স্বাধীনতা প্রত্যাশী জনগণ বিজয় লাভ করলো নয় মাসের আত্মঘাতী যুদ্ধের পর"।
না, যুদ্ধ কার বিরুদ্ধে হয়েছিল? পাকিস্তান সম্পর্কে কিছু বলা নেই। কারা স্বাধীনতার সপক্ষে ছিল? কেন স্বাধীন হতে চেয়েছিল? কারা যুদ্ধ করেছিল? নিজামী, মুজাহিদী, গোলাম আযম, কামরুজ্জামান, সাঈদী সহ অগণিত রাজাকার যুদ্ধাপরাধী জামাত নেতাদের ভুমিকা কি ছিল? তারপর অর্টিকেলটিতে বলা হয়, 1977 সালের 6ই ফেব্রুয়ারীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে জন্ম নিলো শিবিরের। ছাএশিবিরের পূর্বসূরী ছাএ সংঘের সাথে কি সম্পর্ক ছিল? এখন তো সর্বএ বিকৃতির মহোৎসব চলছে। ইতিহাস বিকৃতি হচ্ছে একটি মানসিক বিকলাঙ্গতার নিদর্শন। আর এতেই আনন্দ পায় স্বাধীনতা বিরোধী শক্তি। যারা শিবিরের ইতিহাস নিয়ে মূল আর্টিকেলটির অংশবিশেষ পড়তে চান, তারা [link|http://uniadda.blogspot.com/2006/12/history-of-bangladesh.html| GLv
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০