অবশেষে লাশ এর মুক্তি .. টাকা ছাড় দিলো ইউনাইটেড হাসপাতাল (আপডেট...)
হাসপাতাল থেকে মৃত সোলাইমান চৌধুরীর ছেলে আনিসুর রহমান ফোন করলেন ৭:৫৩ মিনিটে। বললেন, লাশ ছেড়ে দেয়া হয়েছে।
রাত ৮ টায় এটিএন নিউজ এর সাংবাদিক রাজিব ঘোষ ফোন করলেন আমাকে। বললেন, ‘ভাই লাশ ছাড়ানোর ব্যবস্থা করেছি। এক টাকাও আর নিবে না হাসপাতাল’।
দুপুরে কান্নাজড়িত কণ্ঠে আনিসুর বলেছিলেন, তার বাবা বিএডিসি বান্দরবান অফিসের কর্মচারী সোলাইমান চৌধুরীর লাশ মঙ্গলবার থেকে জিম্মি করে রেখেছে ইউনাইটেড হাসপাতাল।
তিনি বলেন, তার বাবার বাইপাস সার্জারি হয় এখানে। কিন্ত নানা অবহেলায় ইনফেকশন হয়ে গত মঙ্গলবার মারা যান তিনি।
এখন হাসপাতাল বলছে ১২ লাখ টাকা দিয়ে লাশ নিতে হবে।
অবশ্য হাসপাতাল বলছে, প্রায় সাত লাখ টাকা বকেয়া ছিলো।
তিনি বলেন, বাবাকেও ওরা অবহেলায় মেরে ফেললো। এখন লাশ জিম্মি করে রেখেছে। আমরা এখন কোথায় যাবো? কিভাবে এতো টাকা জোগাড় করবো?
সর্বশেষ এডিট : ১৯ শে জানুয়ারি, ২০১২ রাত ৮:০২