(১)
জীবিত অনুভূতির ফসিলগুলু যেন
কিছু ছেঁড়া পাতা জীবন পঞ্জিকার ,
কাকভেজা নিঃসঙ্গ শহরের দেহে
কতশত গ্রহণ লাগা স্বপ্নের পরিণতি
ডাস্টবিনে গলিত আবর্জনার মতো ।
(২)
এখানে সুর নেই, আয়োজন নেই
এখানে প্রেম মমতা হারিয়ে গেছে
সিগারেটের ধোঁয়া আর ইট কাঠের গড়া
উচু দালানের বাহারি রঙের ছটায়
এখানে চাঁদের আলো মিলিয়ে গেছে
সোডিয়ামের হলুদ আবরণে।
(৩)
বেঁচে থাকার নীল নকসা দেখেছি
হারিয়ে যেতে দেখেছি সব বোধ,
শূন্য ঝুলিতে আজ তাই বাড়তে থাকে
আরো কত গুলো শূন্যতা ।
(৪)
কত দিন প্রজাপতি দেখিনা ,
জোনাকির আলো কিংবা ঝিঝি পোকার শব্দ নেই
ফুলের সুবাস নেই এখানে
এক ফোঁটা বিশুদ্ধ বাতাস নেই কোথাও
তবু গর্বিত নগর জীবন আমার, আমাদের।