![]()
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা কর
![]()
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।
![]()
বন্ধু আমার মন ভাল নেই, তোমার কি মন ভাল?
![]()
বন্ধু তুমি একটু হেসো, একটু কথা বলো।
![]()
বন্ধু আমার বন্ধু তুমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু মন হলো না আপন।
বন্ধু তোমার চোখের মাঝে চিন্তা খেলা করে
বন্ধু তোমার কপাল জুড়ে চিন্তালোকের ছায়া,
বন্ধু তোমার নাকের ভাঁজে চিন্তা নামের কায়া।
![]()
বন্ধু আমার বুকের মাঝে বিসর্জনের ব্যথা,
বন্ধু তুমি ওমন করে যেও আর না একা,
![]()
বন্ধু এসো স্বপ্ন আঁকি চারটা দেয়াল জুড়ে,
বন্ধু এসো আকাশ দেখি পুরোটা চোখ খুলে
![]()
বন্ধু এসো জলে ভাসি বুক ভাসানোর সুখে।
বন্ধু তোমার বন্ধু আমি বন্ধু মোরা কজন,
তবুও বন্ধু ভাসি নাকো, আঁকি নাকো স্বপন।
![]()
***আমার যত ছবি ব্লগ*** (আপেডট)
সর্বশেষ এডিট : ১০ ই নভেম্বর, ২০১৩ রাত ১২:৫৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




