প্রাক-কথনঃ ব্যাটম্যান সিরিজের মুভিগুলা বিশেষ করে Christopher Nolan এর “The Dark Knight Trilogy” এর পর ব্যাটম্যানের ভক্তের সংখ্যা কয়েকগুণ বেড়ে গেছে। এই trilogy দেখা হয় নি এমন মুভিপাগল খুব কম-ই আছে। ব্যাটম্যানের সাথে আমার পরিচয় হয় খুব সম্ভবত ক্লাস ৩-তে। আমার খালাতো ভাইয়ের কাছ থেকে কয়েকটা কমিক আনি যার মধ্যে ব্যাটম্যান সিরিজের ২-৩টা ছিল। প্রথম ব্যাটম্যানের মুভি দেখা হয় “Batman Returns”. মামা মালয়েশিয়া থেকে VCR ক্যাসেট নিয়ে এসেছিলেন তার মধ্যে ছিল “Baby’s Day Out”, “Batman Returns”, “Commando” আরও অনেকগুলা। তারপর একে একে ব্যাটম্যান সিরিজের বাকি সবগুলা মুভি দেখা হল। ব্যাটম্যান নিয়ে যতগুলা মুভি বের হয়েছে (Animated সহ), একটাও বাদ যায় নি। Cartoon Network, ২০০৮-০৯ এর দিকে ব্যাটম্যানকে নিয়ে একটা animated series শুরু করে “Btaman: The Brave & Bold ”. ওই সিরিজেরও মোটামুটি সবগুলা পর্ব কাজকর্ম-পড়ালেখা বাদ দিয়ে দেখার চেষ্টা করতাম।
যাই হোক, “ব্যাটম্যান” টপিক নিয়ে অনেকে অনেক কিছু লিখছে। আমার অনেক দিন ধরে সখ ছিল ব্যাটম্যান নিয়ে লেখা। ব্যাটম্যান থেকে আমার বেশি আকর্ষণীয় মনে হয় আমার ভিলেনগুলাকে। ব্যাটম্যানের ভিলেনগুলা প্রত্যেকে একে অপরের চেয়ে বৈচিত্র্যময়। আমার এই লেখার পর্বগুলা সাজাবো ব্যাটম্যানকে নিয়ে তৈরি মুভিগুলার ভিলেনদের নিয়ে। তাদের চরিত্রে যারা অভিনয় করেছে তাদের নিয়ে। আমি চেষ্টা করব সিনেমা মুক্তির সাল অনুযায়ী লেখার।
১. The Joker (1989)
Tim Burton পরিচালিত “Batman ” মুভিটিতে “The Joker” চরিত্রে অভিনয় করেন Jack Nicholson । তখন পর্যন্ত ৯ বার অস্কার নমিনেশন এবং ২ বার অস্কার বিজয়ী Jack Nicholson কে নিয়ে Tim Burton অসাধারণ দক্ষতা দেখিয়েছেন। যারা ব্যাটম্যান সম্পর্কে নুন্যতম ধারণা রাখেন তারাও জানেন যে “Joker” হচ্ছে ব্যাটম্যানের সবচে বড় শত্রু। Jack Nicholson, এই ছবিতে অসাধারণ কৃতিত্ব দেখিয়েছেন “Joker” চরিত্রে অভিনয় করতে যেয়ে। যারা Heath Ledger এর অভিনয়ের অনেক বড় ফ্যান তাদের কাছে কিছুটা অন্যরকম লাগতে পারে দুইটা কারনেঃ ১. Make up,২. Action। অভিনয় কারো থেকে কারো কোন দিক থেকে কম হয়নি। Heath Ledger কে মাথা থেকে বের করে নিয়ে, মুভিটা দেখলে অসাধারণ লাগবে। মুভিতে জোকারকে Bruce Wayne এর বাবা-মার হত্যাকারী হিসেবে দেখানো হয়, এটা একটু অন্য রকম লাগে। আর সম্পূর্ণ মুভিটা খেয়াল করলে মনে হয় যেন Tim Burton, ব্যাটম্যান থেকে জোকারকে নিয়ে বেশি আগ্রহী ছিলেন। characterization আর screen time, দুই ক্ষেত্রেই। “Joker” একটা ডায়লগ না দিলে হয় না, “I'm only laughing on the outside. My smile is just skin deep. If you could see inside, I'm really crying. You might join me for a weep.”
২. The Penguin (1992)
"Batman Returns ", another masterpiece by Tim Burton. এটা আমার দেখা প্রথম ব্যাটম্যান মুভি। আমার এখনো মনে আছে মুভিটা দেখার প্রথমবারের অভিজ্ঞতা। মুভিটিতে Penguin চরিত্রে অভিনয় করেন Danny DeVito । ছবিটিতে দেখানো হয়, Danny DeVito এক ধনী পরিবারে জন্ম নেয়। কিন্তু তাঁর শারীরিক বিকলঙ্গতার কারণে তাঁর বাবা মা তাঁকে ফেলে দেয়। পরবর্তীতে সে শহরের sewerage এ পেঙ্গুইনদের হাতে বড় হয়। পরবর্তীতে সে Gotham এ ফিরে আসে এবং তাঁর বাবা যে কিনা শহরের বিশাল কর্পোরেট ক্রাইম চালায় তাঁকে সরিয়ে নিজে Gotham এ নিজেকে পরিচিত করতে চায় এবং নিজের স্বীকৃতি নিতে চায়। পরবর্তীতে, ব্যাটম্যানের সাথে তাঁর বিরোধ হয়। সে Gotham-কে ব্যাটম্যানমুক্ত করতে চায়। সে Cat-Woman-এর সাহায্যও নেয়। Danny DeVito এর অভিনয় প্রশংসনীয়। আর Tim Burton বস তো আছেন-ই। ছবিটিতে আমার কাছে সবচে ভালো লেগেছে Umbrella-Copter, যেটা কিনা Penguin ব্যবহার করে।
৩. Two Face (1995)
১৯৯৫ সালে মুক্তিপ্রাপ্ত “Batman Forever ” মুভিতে “Two Face” চরিত্রটি আসে। এতে অভিনয় করেন হলিউডের অন্যতম শ্রদ্ধাভাজন অ্যাক্টর Tommy Lee Jones । ছবিতে two face কে দেখানো হয় Gotham's DA Harvey dent এর নেতিবাচক রুপ আর ভালো রুপের মিশ্রণ হিসেবে। Harvey dent ব্যাংক ডাকাতি করে এবং পুলিশের হাত থেকে পালিয়ে যায়। পরবর্তীতে সে ব্যাটম্যানের পরিচয় বের করার জন্য চেষ্টা করে। পাগলামি আর মজার জন্য ভালোই লাগে Tommy এর অভিনয়। আর ছবিতে তাঁর সাথে থাকে আরেক বস। দুজন মিলে Gotham-এ তাদের প্রভাব বিস্তার শুরু করে এবং ব্যাটম্যানকে শেষ করে দিতে চায়। তাদের দুই জনের মিলিত জুটি অসাধারন লাগবে।
২য় পর্ব
সর্বশেষ এডিট : ০৭ ই জুন, ২০১৩ রাত ১১:২৮