টেলিটক থ্রিজিঃ গাধার পিঠে গোড়া গতি!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
অব্যবস্থাপনা আর খামখেয়ালী পনায় ভরা একটি সংস্থা টেলিটক। কোন জবাবদিহিতা নেই বললে চলে। নেটওযার্ক নেই। কাষ্টমার কেয়ার নেই। দু:খিত আছে, তবে ফোন করলে ধরে না, আর যদি সুভাগ্যক্রমে কেউ ধরে (জীবনে একবার) তবে তিনি রিসিভ করে অন্যের সাথে খোষ গল্পে নিয়োজিত থাকেন। অন্য কোম্পানীর কাস্টমার কেয়ারে ফোন করলে গ্রাহকদের স্যার বলে সম্বোধন করেন। এটা তাদের ব্যবসাযিক পলিসি। কিন্তু টেলিটকে স্যার তো দুরের কথা ধমকের সুরে কথা বলে। মনে হয় যেন তাদের অধিনস্ত্য কর্মচারী। এই নেই , নেই এবং নেই হল টেলিটক। এই থ্রি নেই কোম্পানীকে দেয়া হয়েছে থ্রিজি নেটওয়ার্ক।অন্য কোম্পানী যখন সিমকার্ড ফ্রি, টক টাইম ফ্রি, কাস্টমারদের হাতে পায়ে ধরে সিম কিনাচ্ছে তখন টেলিটক নাকে তেল দিযে ঘুমাচ্ছে আর সেবায় নিয়োজিত বসেরা হানিমুন সেরে বেতন তুলে ঘরে ফিরছেন। তারা সারা দেশে একটি টাওয়ার স্থাপন করতে হযনি বলতে গেলে সব তৈরি পাওয়া ব্যবস্থায় টেলিটক ব্যবসা শুরু করে। কিন্তু সেবার মান সব কোম্পানীর থেকে অনেক অনেক নীচে আছে। থ্রিজি নতুন প্রজম্মের একটা স্বপ্ন। তারা এর সুফল ব্যবহার করবে। তা কারো কুক্ষিগত করে রেখেতো আর সুবিধা জনগণের মাঝে ছড়িয়ে দেয়া যাবে না। ছাগল দিয়ে যেমন হাল চাষ হয় না তেমনি টেলিটক কোম্পানীকে দিয়ে প্রযুক্তির উন্নয়ন সম্ভব নয়।
৭টি মন্তব্য ১টি উত্তর
আলোচিত ব্লগ
প্রিয় প্রফেসর ইউনুস সাহেবের নিকট খোলা চিঠি ( কাল্পনিক)

মাননীয় প্রধান উপদেষ্টা,
অন্তর্বর্তী সরকার,
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ
বিষয়: পে কমিশন বাস্তবায়ন ও সামষ্টিক অর্থনীতি পুনর্গঠনে একটি বিকল্প সামাজিক প্রস্তাব।
আসসালামু আলাইকুম। একজন সাধারণ নাগরিক হিসাবে আপনার শাসন আমল কেবল আইয়ুব খানের... ...বাকিটুকু পড়ুন
কবিতাঃ পাখি ও মানুষ
সব পাখি জোড়ায় জোড়ায় ওড়াউড়ি করে না,
আধার সন্ধানে জোড় বেঁধে ঘোরাঘুরি করে না।
সব পাখির সাথী থাকে না,
সব পাখির কণ্ঠে গান থাকে না।
বিরহী কোন পাখি অন্য পাখির... ...বাকিটুকু পড়ুন
রাজনীতিতে প্রলয়ংকরী সুনামি ও প্রপাগান্ডা: সাধারণ মানুষ হয়ে উঠেছে উগ্র ইসলামপন্থি শক্তির হাতিয়ার

"আমাকে গুম করেছিল হিটলার, গোরিং বা গোয়েবলস নয়। করেছিল সাধারণ মানুষই। প্রতিবেশী মুদি দোকানদার, দারোয়ান, ডাকপিয়ন, দুধওয়ালারাই এই কাজ করেছিল। তারা মিলিটারির পোশাক পরল, হাতে অস্ত্র নিল - আর... ...বাকিটুকু পড়ুন
জনতার “হ্যাঁ”, দালালের “না”
যতই বলুন “হ্যাঁ”,
চাঁদাবাজরা শুনবে না;
তাদের প্রিয় “না”—
অভ্যাস তো বদলাবে না।
যতই বোঝান “হ্যাঁ”,
বুঝতে তারা চাইবে না;
অনিয়ম আর দুর্নীতি
ছাড়তে তো রাজি না।
বলছে সবাই “হ্যাঁ”,
তবু তাদের “না”;
লুট-সন্ত্রাস না থাকলে তো
তাদের জীবন চলেনা ।
গণভোটে... ...বাকিটুকু পড়ুন
পথিকের প্যাচাল

৫ই আগষ্টে দাড়ি পাল্লার ডান্ডার গুতানি আর ধানের শীষের ভরের চোটে নৌকা তল হইয়া গেল। নৌকার কান্ডারী কুল কিনারা না পাইয়া হাওয়ায় ভাসিতে ভাসিতে দিল্লী গিয়া আশ্রয় লইল। সেই... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।