বাংলাদেশের ফ্রীলান্সারদের সংখ্যাটা নেহাত কম নয়! প্রতিষ্ঠিত ফ্রীল্যান্সার অনেকে আছেন! এছাড়াও অনেক ভাইরা নতুন করে এই আউটসোর্সিং এর এই জগতে ঢুকছেন!! কিন্তু যারা নতুন ঢুকছেন তারা মনে করেন এই জগতে কাজ পাওয়া অনেক সহজ! কথাটা আসলে ৫০ ভাগ সত্য! আপনি অবশ্যই কাজ পাবেন যদি আপনি আত্নবিশ্বাসী এব কাজে পারদর্শি হন। আবার অনেকে dolancer, sitetalk এর কাজও করেন। আমি নিজেও সাইটটকের ভুক্তভোগি! এইরকমই একটা নতুন ওয়েবসাইট চালু হয়েছে তার নাম http://www.skylancers.com .এই সাইটের কার্যক্রম প্রায় dolancer এর মত! এখানে আপনাকে টাকা দিয়ে আইডি কিনে কাজ করতে হবে!! আসলে এইসব সাইটগুলো হচ্ছে ডেসটিনির ডিজিটাল ভার্সন!! এরা আপনাকে চুষে চুষে শেষ করে ছাড়বে।
এই সাইটের এমডি আমার খুব পরিচিত!! তিনি আমার ভয়ে প্রায়শ পালিয়ে বেড়ান! কারন তিনি একজন ধোকাবাজ! আমার ১১০০০ টাকা তিনি তার নিজের মনে করে মেরে দিয়েছেন!! আজ আপনাদের এই সাইটের এমডির ব্যাপারে বলব কিভাবে তিনি ধোকা দিবেন আপনাদের!!
প্রথমে View this link এ গিয়ে এর ডোমেইনটা লিখে সার্চ দিন! নিচের স্ক্রিনশটের মত একটা চিত্র ভেসে উঠবে!
একটা বাংলাদেশী ওয়েবসাইটের ডোমেইনের Contact Address কেন অস্ট্রেলিয়ার!!! একটু কি খটকা মনে লাগে না!!! তারা যদি রিয়েল বিজনেসের জন্য এসে থাকে কেন তারা তাদের আসল অ্যাড্রেস দিল না!! কেন তারা বাংলাদেশী একটা কোম্পানী হয়ে কেন তারা সুদূর অস্ট্রেলিয়ায় তাদের ডোমেইন রেজিস্ট্রেশন করালো! উনাদের লিঙ্ক দেইখা তো আমি অবাক!!
এবার আসুন আপনাদের পরিচয় করিয়ে দিই সেই মহৎ ব্যক্তির সাথে যিনি এই ওয়েবসাইট খুলে আমাদের আউটসোর্সিং এ নতুন আসা ফ্রীলান্সারদের জন্য কিছু করতে চাইছেন!! আহ বড়ই খুশি হইলাম!!
এইটা হচ্ছে তার সামুর ব্লগ! যেখানে শুধু তার বিজ্ঞাপন!!!
উনি নাকি আগে সাইটটকের বাংলাদেশের পরিচালনা বোর্ডের একজন সদস্য ছিল! উনার কাছ থেকে সাইটটক এর ব্যাপারে শোনার পর আমি আগ্রহী হই। উনি আমার বাসায় এসে আমাকে পুরোটা বুঝিয়ে বলেন! আমি উনার কথা বিশ্বাস করি! উনি আমাকে বলেছিলেন আমার কিছুই করা লাগবে না! উনার ওইখানে লোক আছে ওরাই টাকা দিলে আমাকে অ্যাকাউন্ট করে দিবে!!! এবং আমার নাকি ১৫০০০ টাকা দিয়ে UNAICO তে আপগ্রেড করা লাগবে আমার অ্যাকাউন্টটা!! যারা Sitetalk er ব্যাপারে জানেন, তারা নিশ্চয় জানে Sitetalk আর Unaico এর সম্পর্ক!!
তাই আমি উনাকে বলেছিলাম আমি প্রথমে Unaico তে আমার মেম্বারশীপ আপগ্রেড করাবো তারপর অ্যাকাউন্ট করার জন্য টাকা দিব! উনি তখন রাজি হয়েছিলেন!! এই উদ্দেশ্যে আমি ১৩ জুন,২০১১ তে উনার ব্যাংক অ্যাকাউন্টে ১১০০০ টাকা পাঠাই এবং বলি যে আমার মেম্বারশীপ আপগ্রেড করে দিতে এবং বাকি ৪০০০ টাকা আমি উনার এলাকায় গিয়ে দিয়ে আসব! এই দেখুন টাকা পাঠানোর প্রমান-
এই জন্য উনার ঠিকানা চাইলে উনি বলেন উনি ব্যস্ত আছেন পরে কথা বলবেন! এরপর থেকে উনাকে ফোন দিয়ে কখনোই ওই নাম্বারে পাওয়া যায়নি! উনি মালিবাগে নাকি থাকতেন কিন্তু আমি ওই এলাকায় আমার বন্ধুদের নিইয়ে গিয়েও উনাকে পাই নাই!! এখন আপনারাই বলুন যে ওয়েবসাইটের এমডি চোর, ধোকাবাজ, সেই কোম্পানি কতটা সৎভাবে আপনার সাথে, আপনাকে নিয়ে ব্যবসা করবে!! কিভাবে আপনাকে কাজ দিবে তারা!! তিনি ফ্রীল্যান্সার এর মত সাইট করতে চান অথচ তা মাত্র ২০০০০ টাকা দিয়ে!!! কারন তিনি আমার মত বোকা বেশী খুজে পাননি, আর তাই উনার মূলধন ও বেশী ছিল না এই নতুন ধান্দাবাজী শুরু করার জন্য!!!
এখন সিদ্ধান্ত আপনার! আপনি কি এ ধোকায় পড়বেন!! আপনার বন্ধুদের কি এই ধোকায় পড়তে দেবেন!! আশা করি আপনারা এই চোরের ধোকা থেকে নিজেও বাঁচবেন আর আপনার বন্ধুদেরও সাবধান করবেন!
পোস্টটি প্রথমে টেকটিউন্সে প্রকাশিত হলে হিরন্ময় অঙ্কন নামে এক ইউজারের গায়ে লাগে!!! তিনি খুব ভাল ভাষায়(!) আমার সাথে কথা বলেন। এবং পরে অজানা এক কারণে টেকটিউন্স কতৃপক্ষ আমার টিউনটি পেন্ডিং করে!! টেকনোলোজিকে ব্যবহার করে মানুষের ক্ষতি করা এক ভয়ঙ্কর জীবকে ধরিয়ে দিলে কি সেটা কারো জন্য ক্ষতিকর!! অবশ্য যার বিরুদ্ধে টিউন করেছি তার জন্য ক্ষতিকর হতে পারে!!! এখন আপনারা বলুন একে কি করা যায়!!!
Skylancer এর প্রতারণা থেকে নিজে বাঁচুন, আপনার বন্ধু্দের বাঁচান!
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
Tweet
০টি মন্তব্য ০টি উত্তর
আলোচিত ব্লগ
শীঘ্রই হাসিনার ক্ষমতায় প্রত্যাবর্তন!
অপেক্ষার প্রহর শেষ। আর দুই থেকে তিন মাস বাকি। বিশ্ব মানবতার কন্যা, বিশ্ব নেত্রী, মমতাময়ী জননী, শেখ মুজিবের সুয়োগ্য কন্যা, আপোসহীন নেত্রী হযরত শেখ হাসিনা শীগ্রই ক্ষমতার নরম তুলতুলে... ...বাকিটুকু পড়ুন
কাছে থেকে আমির হোসেন আমুকে দেখা একদিন....
আমির হোসেন আমুকে দেখা একদিন....
২০০১ সালের কথা। খাদ্য মন্ত্রণালয়ের একটা আন্তর্জাতিক দরপত্রে অংশ গ্রহণ করে আমার কোম্পানি টেকনিক্যাল অফারে উত্তীর্ণ হয়ে কমার্শিয়াল অফারেও লোয়েস্ট হয়েছে। সেকেন্ড লোয়েস্টের সাথে আমার... ...বাকিটুকু পড়ুন
শাহ সাহেবের ডায়রি ।। সংস্কারের জন্য টাকার অভাব হবে না, ড. ইউনূসকে ইইউ
বুধবার (৬ নভেম্বর) দুপুরে ঢাকার তেজগাঁওয়ে প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ করেন ঢাকায় নিযুক্ত ইইউর রাষ্ট্রদূত মাইকেল মিলার এবং সফররত এক্সটার্নাল অ্যাকশন সার্ভিসের এশিয়া ও প্যাসিফিক বিভাগের পরিচালক পাওলা... ...বাকিটুকু পড়ুন
=নারী বুকের খাতায় লিখে রাখে তার জয়ী হওয়ার গল্প (জীবন গদ্য)=
বুকে উচ্ছাস নিয়ে বাঁচতে গিয়ে দেখি! চারদিকে কাঁটায় ঘেরা পথ, হাঁটতে গেলেই বাঁধা, চলতে গেলেই হোঁচট, নারীদের ইচ্ছেগুলো ডিমের ভিতর কুসুম যেমন! কেউ ভেঙ্গে দিয়ে স্বপ্ন, মন ঢেলে... ...বাকিটুকু পড়ুন
বিশ্রী ও কুশ্রী পদাবলির ব্লগারদের টার্গেট আমি
আমাকে জেনারেল করা হয়েছে ১টি কমেন্টের জন্য; আমার ষ্টেটাস অনুযায়ী, আমি কমেন্ট করতে পারার কথা; সেটাও বন্ধ করে রাখা হয়েছে; এখন বসে বসে ব্লগের গার্বেজ পড়ছি।
সম্প্রতি... ...বাকিটুকু পড়ুন