বিখ্যাত টেকি ব্লগার হাসান জোবায়ের তার সকল পোস্ট ড্রাফট করেছেন দেখতে পাচ্ছি। প্রিয়তে রাখা একটি পোস্টের সুত্র ধরে এই অবস্থা দেখতে পাই। এভাবেই কি সামুর স্টার ব্লগাররা এক এক করে হারিয়ে যেতে থাকবেন??
এইভাবে এক এক করে ষড়যন্ত্রকারীরা সফলতা অর্জন করতে থাকবে এটা মেনে নেয়া যায় না। অবিলম্বে হাসান জোবায়েরের প্রত্যাবর্তন দাবী করছি।
সম্ভবত পেনড্রাইভ লাগিয়ে হাতিয়ে নিন সব পাসওয়ার্ড এই পোস্টের প্রতিক্রিয়াতে কিছু চুশীল নামধারী পরজীবীর দলবদ্ধ আক্রমণে তিষ্ঠিতে না পেরে অভিমান করে পোস্ট ড্রাফট করেছেন।
ইদানিং দেখা যাচ্ছে জনপ্রিয় ব্লগারদের পেছনে হঠাৎ ই লেগে যাচ্ছে একগুচ্ছ গুপ্তলোম সদৃশ চুশীলিয় ভেক ধরী মুখোশধারী এজেন্ট ব্লগার। ক্রমাগত আক্রমণের মাধ্যমে বিপর্যস্ত করে তোলে।
এই ক্ষেত্রে মডুদের মডারেশন আচরণেও অপক্কাতার ছাপ দেখতে পাই। সাধারণ ব্লগারদের কাছে যা পরিষ্কার সেটা তাদের কাছে যেন বোধের অগম্য! যা বললাম সোজা কথা বললাম, এই জন্য ব্যান করেন বা জেনারেল - কোন অসুবিধা নাই।
শুধু জানতে চাইঃ
- কেন এমন হচ্ছে
- হাসান জোবায়ের ফিরে এসো
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ২০১১ দুপুর ২:১৮