somewhere in... blog
x
ফোনেটিক ইউনিজয় বিজয়

নারীকেই হতে হবে নারীর রক্ষা কবচ।

০৮ ই মার্চ, ২০১৪ বিকাল ৫:২৮
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :


নারী নির্যাতনের সবচেয়ে ভয়াবহ রূপটি আমরা দেখতে পাই পারিবারিক নারী নির্যাতনের ক্ষেত্রে। যেখানে নির্যাতনের হার অনেক বেশি এবং বহুমাত্রিক। বাংলাদেশে পারিবারিক নারী নির্যাতনের স্বীকার হচ্ছে সমাজের প্রায় প্রতিটি শ্রেণীর বহুসংখ্যক নারী। প্রচলিত শিক্ষাও যে নারী নির্যাতনের মাত্রাকে কমাতে সক্ষম হয়নি এর সবচেয়ে বড় প্রমাণ উচ্চ শিক্ষিতা নারীদের নির্যাতিত হওয়ার অসংখ্য উদাহরণ।

শিক্ষিত সমাজে নারী নির্যাতনের চিত্রটি অশিক্ষিত সমাজের থেকে ভিন্ন। অশিক্ষিত এবং স্বল্প শিক্ষিত শ্রেণীর নারীদের বেশির ভাগ ক্ষেত্রেই শারীরিক নির্যাতনের স্বীকার হতে হয়। আর শিক্ষিত এবং উচ্চ শিক্ষিত শ্রেণীর নারীরা যতটা না শারীরিক নির্যাতনের স্বীকার হন তার থেকে অনেক বেশি মানসিক নির্যাতনের স্বীকার হন। কোন কোন ক্ষেত্রে আবার উভয়বিধ নির্যাতনের স্বীকার হন। যা কখনো কখনো নির্যাতিতাকে মৃত্যুর মুখে পর্যন্ত ঠেলে দেয়। কখনো পরিবারের সামাজিক মর্যাদা অক্ষুণ্ণ রাখতে গিয়ে কখনো বা সন্তানের মঙ্গল কামনায় এ ধরনের নির্যাতনের বেশিরভাগই চেপে যাওয়ার প্রবণতা লক্ষ করা যায়। ফলে এই সব হতভাগ্য নারীদের দুর্ভোগের চিত্রটিও আড়ালেই থেকে যায়। এতে একদিকে যেমন নির্যাতিতা নারীটি ন্যায় বিচার পাওয়া থেকে বঞ্চিত হন। অন্যদিকে এ ধরনের নির্যাতনের হার প্রতিকার হীন ভাবে নিত্যই বেড়ে চলে। যার ফলশ্রুতিতে কেউ সারা জীবনের জন্য এই অত্যাচারকে ললাট লিখন হিসেবে মেনে নিয়ে মুখ বুঝে সয়ে যান বছরের পর বছর। জীবন্মৃত হয়ে বেঁচে থাকেন জীবনের পুরোটা সময়। আবার কেউ চূড়ান্ত সিদ্ধান্ত হিসেবে বেছে নেন বিবাহ বিচ্ছেদের পথ।

ঢাকা সিটি কর্পোরেশন একটি সমীক্ষা থেকে জানা যায়, পাঁচ বছরে যত তালাকের ঘটনা ঘটেছে তার মধ্যে ৭০ শতাংশ ক্ষেত্রেই নারীরা এককভাবে সিদ্ধান্ত নিয়েছেন বা তারাই অগ্রণী ভূমিকা পালন করছেন৷ শহরে প্রতি বছর এ ধরনের তালাকের হার বাড়ছে শতকরা ৫০ থেকে ৫৫ শতাংশ। এই প্রবণতা ভয়াবহ আকারে ছড়িয়ে পড়ছে উচ্চবিত্ত ও প্রবাসী পরিবারের মধ্যে। যার প্রধান কারণ হিসেবে ধরা হচ্ছে নির্যাতিতা নারীদের-
• স্বাবলম্বিতা অর্জন এবং বর্তমানের পরিবর্তিত পরিস্থিতিতে সাহসী হয়ে ওঠা।
• সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন(তালাক প্রাপ্তা নারীদের পূর্বের ন্যায় হেয় প্রতিপন্ন না করা)।
• সমাজে নারীদের সম্মান বৃদ্ধি।
কিন্তু প্রশ্ন হচ্ছে, পারিবারিক নির্যাতনের জন্য দায়ী কে? আমরা সাধারণভাবে যেমন এ ক্ষেত্রে নির্যাতিতা নারীর স্বামীকেই একমাত্র দোষী বলে সাব্যস্ত করে থাকি। নির্যাতিতাদের ভাষ্য কিন্তু তা বলেনা।

শারীরিক বা মানসিক যে ধরনের নির্যাতনই সংঘটিত হোক না কেন প্রায় প্রতিটি ক্ষেত্রেই স্বামীর সাথে সাথে সাথে শাশুড়ি এবং ননদদেরও একটি বড় ভূমিকা পালন করতে দেখা যায়। শাশুড়ি এবং ননদদের প্রত্যক্ষ বা পরোক্ষ অংশগ্রহণ একজন নির্যাতিতার জীবনকে চরম দুর্বিষহ করে তোলে। কোথাও কোথাও এমনও শোনা যায় যেখানে শাশুড়ি-ননদের অব্যাহত প্ররোচনার ফলে ঘটে যায় বড় ধরনের দুর্ঘটনা। যার ভুক্ত ভুগিও আরেকজন হতভাগ্য নারী। অথচ এই ননদটিও তার শাশুড়ির দ্বারা কমবেশি নির্যাতিতা। এখানে আশ্চর্যজনকভাবে এই নারী একই সাথে দুটি চরিত্রে অভিনয় করছে। এক জায়গায় সে নির্যাতনকারী অন্য জায়গায় নির্যাতিতা।

একটু পিছিয়ে গেলে দেখব আজকে যিনি নির্যাতনকারী শাশুড়ি, ক’বছর আগে সেই তিনিও হয়ত তার শাশুড়ি কর্তৃক কম বেশি নির্যাতিত হয়েছেন। এই যে প্রতিহিংসা পরায়নতা, এই যে মেনে নিতে না পারা এটাই নারী নির্যাতন প্রতিরোধে প্রথম এবং প্রধান বাধা।

পুরুষতান্ত্রিক সমাজ ব্যবস্থা সর্বদাই নারীকে সমমর্যাদা প্রদানে কুণ্ঠিত থেকেছে, আজো থাকছে। সন্দেহ নেই ভবিষ্যতেও তাই থাকবে। নারীকে দাবিয়ে রাখার ইচ্ছা থেকেই এক সময় তাকে দাসী হিসেবে গণ্য করা হয়েছে আর আজ তাকে করা হয়েছে পণ্য।
যে পুরুষ আজ নারী অধিকার নিয়ে নিত্য চেঁচিয়ে মরছে তার অন্দর মহলে উকি দিলে পরে তাকেও একজন সওদাগর বলেই মনে হয়! যিনি নারী মুক্তির শ্লোগানটিকেও আত্ম প্রচারের সোপান বানিয়ে নিয়েছেন সুনিপুণ ভাবে। তার উচ্চকিত স্বর তাকেই উপরে উঠানোর প্রাণান্ত চেষ্টা রত। অন্য কিছু নয়। নারী এখানে এক উপলক্ষ মাত্র।
এখানে আমি দ্বিধাহীন। নারী মুক্তি কখনোই পুরুষের হাত ধরে আসবে না। এটা পুরুষের ধাতে সইবে না। বড়জোর পুরুষের সহযোগিতা আশা করা যায়। আর তার প্রয়োজনও অনস্বীকার্য। নারী নির্যাতন রোধ কিংবা নারী মুক্তির মশালটি নারীকেই বহন করতে হবে। একজন শাশুড়ি একজন ননদ কিংবা একজন যা’ বা তাদের সম্মিলিত শক্তিই পারে পরিবারের নির্যাতিতা নারীটিকে রক্ষা করতে। আর সেটা তাদের দায়িত্বও বটে।

বিয়ের আগে বা অব্যবহিত পড়ে কোন ছেলেকে তার মা বা বোন “স্ত্রীর” মর্যাদা সম্পর্কে সতর্ক করেছেন বলে আমি আজ পর্যন্ত শুনিনি। বরং বহুবার বহু ক্ষেত্রে দেখেছি। মা-বোন ধরেই নেন ছেলেটা বা ভাইটা পর হয়ে গেল। তাদের এ ভাবনা যে অমূলক তা বলছি না। মা বা বোনের মনে এই ভয়টাও তো আর দশ জন নতুন বৌ-ই তাদের কৃত কর্মকাণ্ডের মাধ্যমে ধরিয়ে দিয়েছেন তাই না? আর সেই বৌরাও তো নারী-ই।

আগে নারীরা যেভাবেই হোক বিয়ে টিকিয়ে রাখার চেষ্টা করতো৷ আর তা করতে গিয়ে প্রয়োজনে সব ধরনের অত্যাচারও তারা নীরবে সহ্য করতো৷ তার পেছনে তখনকার নারীদের স্বাবলম্বিতার অভাবই একমাত্র কারণ বলে চিহ্নিত করা হলে তা হবে তার প্রতি চরম অবিচার। মূলত সেই নারীর উদারতা, দায়িত্ববোধ, একনিষ্ঠতাকে আমরা কিছুতেই খাটো করে দেখতে পারিনা। তার মানে এই নয় যে নারী সারা জীবন ধরে পরে পরে মার খাবে।
নারীকে তার প্রাপ্য অধিকার যেমন দিতে হবে, তেমনি নারীকেও তার আত্মসম্মানবোধে বলীয়ানও হতে হবে। সর্বোপরি নারীকেই হতে হবে নারীর রক্ষা কবচ।
আমরা যেমন ছেলের বউয়ের ক্রমাগত কুটচালে পড়ে একজন বৃদ্ধা মা' বৃদ্ধাশ্রমে আশ্রয় নিক এটা দেখতে চাই না ঠিক তেমনি এটাও দেখতে চাইনা শাশুড়ি-ননদের কুমন্ত্রণায় পড়ে স্বামীর হাতে স্ত্রীর অপমৃত্যু।

আমরা দেখতে চাই এক নরাধম ছেলে বা ভাইয়ের নির্যাতনের হাত থেকে ঘরের বৌকে রক্ষা করছে তারই শাশুড়ি-ননদ। এটা যে একেবারেই হচ্ছে না তা কিন্তু নয় তবে সংখ্যাটা নেহায়েতই নগণ্য। যা একটি নারী বান্ধব সমাজ গঠনে কোন ভূমিকাই রাখতে সক্ষম হয় না।

আমরা দেখতে চাই প্রতিটি পরিবারের মধ্যে নারীরাই নারী সদস্যদের রক্ষায় সোচ্চার হোক। গড়ে তুলক নারী বান্ধব পরিবেশ। তবেই মুক্তি মিলবে নারীর।

নয়ত আজ যেমন নারী দাসী থেকে পণ্য। তেমনি কাল হয়ত পণ্য থেকে আরও কোন নতুন চতুরতার মোরকে বন্দি হবে নারী। কোনদিনই মিলবে না নারীর প্রকৃত মুক্তি।

সঞ্চালক; আপন ভুবন ডট কম
kmgmehadi@gmail.com
৮টি মন্তব্য ৫টি উত্তর

আপনার মন্তব্য লিখুন

ছবি সংযুক্ত করতে এখানে ড্রাগ করে আনুন অথবা কম্পিউটারের নির্ধারিত স্থান থেকে সংযুক্ত করুন (সর্বোচ্চ ইমেজ সাইজঃ ১০ মেগাবাইট)
Shore O Shore A Hrosho I Dirgho I Hrosho U Dirgho U Ri E OI O OU Ka Kha Ga Gha Uma Cha Chha Ja Jha Yon To TTho Do Dho MurdhonNo TTo Tho DDo DDho No Po Fo Bo Vo Mo Ontoshto Zo Ro Lo Talobyo Sho Murdhonyo So Dontyo So Ho Zukto Kho Doye Bindu Ro Dhoye Bindu Ro Ontosthyo Yo Khondo Tto Uniswor Bisworgo Chondro Bindu A Kar E Kar O Kar Hrosho I Kar Dirgho I Kar Hrosho U Kar Dirgho U Kar Ou Kar Oi Kar Joiner Ro Fola Zo Fola Ref Ri Kar Hoshonto Doi Bo Dari SpaceBar
এই পোস্টটি শেয়ার করতে চাইলে :
আলোচিত ব্লগ

তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ

লিখেছেন একাকি উনমন, ০৮ ই জানুয়ারি, ২০২৫ সকাল ৯:০৫

তুমি আমার দূরে থাকা ভীষণ কাছের কেউ,
তুমি আছো বলেই মনে খেলছে সুখের ঢেউ।
তোমার দেখা পাইনা যেন মেঘ লুকানো চাঁদ
তুমি আছো বলেই মনে ভাংছে সুখের বাঁধ।

তুমি যেন গভীর রাতের শব্দহীন এক... ...বাকিটুকু পড়ুন

শিরোনামহীন পঙক্তিমালা- ০৯

লিখেছেন shubh+r, ০৮ ই জানুয়ারি, ২০২৫ দুপুর ২:৫০

সব ছুঁয়ে দেখেছি—
শিউলি ফুলের গন্ধ, শিশির ভেজা ঘাস,
নদীর ওপার থেকে ভেসে আসা গান,
সময়ের থালায় জমা পুরোনো স্বপ্ন,
ভুলে যাওয়া প্রতিশ্রুতির ছায়া।

তবুও বসে আছি—
বুকের মধ্যে এক পাহাড় আশা নিয়ে,
শুধু এক ফোঁটা বৃষ্টির... ...বাকিটুকু পড়ুন

ম্যাডাম খালেদা জিয়া....

লিখেছেন জুল ভার্ন, ০৮ ই জানুয়ারি, ২০২৫ সন্ধ্যা ৬:৫৫

ম্যাডাম খালেদা জিয়া....



তিনি গৃহবধু থেকে রাজনীতিবিদ। আপোষহীন দেশনেত্রী! তার দেশ প্রেমিক সত্ত্বার কতটুকু আমরা জানি? একটি বিকৃতরুচীর বিরোধী দলের নেত্রীর কুৎসা শুনতে শুনতে জাতি প্রকৃত এক জননেত্রীর... ...বাকিটুকু পড়ুন

লোভী বেগম জিয়া, ক্লাব-বধু থেকে ডোডো ডাকাত

লিখেছেন জেনারেশন৭১, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ৮:০১



জিয়াকে হত্যা করার সুযোগ করে দিয়েছিলো জিয়ার চয়েসের সেনাপ্রধান জে: এরশাদ ( পাকী ফেরত ); ১২ জন মুক্তিযোদ্ধা জেনারেলকে ডিংগায়ে জিয়া এই কাজ করেছিলো। জিয়া হত্যায় অংশ নেয়া... ...বাকিটুকু পড়ুন

বেগম খালেদা জিয়া মুলত তার সৌন্দর্যের জন্য এবং সংযত কথার জন্য জনপ্রিয়

লিখেছেন সাড়ে চুয়াত্তর, ০৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১০:০৭

মানুষ সৌন্দর্যের পূজারী। তাই তো গান রচিত হয়েছে ‘ যদি সুন্দর একটা মুখ পাইতাম, সদরঘাটের পানের খিলি তারে বানাই খাওয়াইতাম। ' বেগম খালেদা জিয়া জনপ্রিয় একজন নেত্রী। কিন্তু আমার ধারণা... ...বাকিটুকু পড়ুন

×