তুিহন িড েখাকন বলেছেন:
"কারণ সামুর মডুরা নিজেরাই নাস্তিক লালন পালন, নাস্তিকদের পশ্রয় প্রদান কারী।" ----ঠেলা সাহেব, এতে আপনার সমস্যা কি? আপনার নিজের ধর্ম নিজে পালন করুন, অপরজন আস্তিক না নাস্তিক তা নিয়ে আপনার এতো মাথাব্যথা কেন? নাকি বাংলাদেশকে যতক্ষন পর্যন্ত পাকিস্থান বা আফগানিস্থান বানাতে পারছেন না ততদিন শান্তি নাই বুঝি?
"ওই চোরা ব্লগার ভাইয়ের অনুরোধ" রাখতে গিয়ে আপনিও যে চোরা ব্লগার (ফালতু মানসিকতা সম্পন্ন) হয়ে গেছেন তা বুঝতে পারছেন? নাকি নাস্তিক/আস্তিক করতে করতে সেই বিবেচনা বোধও হারিয়ে ফেলেছেন?
০৩ রা এপ্রিল, ২০১৩ দুপুর ২:০৪
লেখক বলেছেন: পাকিস্তানের মায়েরে বাপ,
কথায় কথায় যারা পাকিস্তান পাকিস্তান করে তারাই পাকিস্তানী বংশের হতে পারে তাতে কোন সন্দেহ নেই
নাস্তিকতা পোষন করো, তাতে কারো কিছু যায় আসেনা। কিন্তু নাস্তিকতার নামে চুলকানী কেউ সহ্য করবেনা। তুমি আল্লাহ, রাসুল সাঃ , ধর্ম বিশ্বাস করো না করো তা তোমার একান্ত ব্যাপা। কিন্তু সেসব নিয়ে গালাগালি, অপব্যাখ্যা করা কোন মুসলমানের সহ্য করার কথা না। যারা সেই সব কাজ করে বেড়ায় তাদের যদি কিছু বলি/ বা বলে তাইলে যদি অপরাধ বলে মনে করো তাহলে তোমার মতন বলদের এখানে কমেন্ট করারও কোন দরকার দেখিনা।
এটা ছিলো আমার জবাব, তাই বলে এমন করে গালি দেয়ার কোন যক্তিই দেখিনা । সামুর মডারেশনের কাছে এমন গালিবাজের ব্যান চাই।