ভালবাসা
ভালবাসা এমন করে কোথায় নেবে
নিতে নিতে, নিতে নিতে
সাত সমুদ্র পার করেছে,
আর কত!
এখনও তো পাইনি কোনও
পুরুষ কিংবা নারী আমার
মন মতো।
ভালবাসা আর কতদূর ?
ভিড়বাট্টার অলিগলি, চা-র দোকান আর থিয়েটার
এই বাড়ি আর সেই বাড়ি, ব্রহ্মপুত্র নদের পার
সব খুঁজেছি, শহর ছেড়ে বিষ্ণুপুর, নিঝুম গ্রামের একলা পথও
যাকে চাইছি সে জোটে না
ঝাঁপিয়ে পড়ে ঘাড়ের 'পর সেই লোকটি যাকে না চাই
মানে না আমার একটি মতও।
আমার কি আর অঢেল সময় লোক নাচাই !
ভালবাসা পাই বা না পাই
দিতে হবে যে করে হোক, এমন দাবি
ওরেব্বাস, চাষ করি যে উপচে পড়ছে বিলিয়ে যাব?
সটকে পড় উটকো লোক, একটু যেটুক অবশিষ্ট
নিজের জন্য রাখব আমি
বাদ দিয়েছি পাওয়ার আশা পেলে পেলাম না পেলে নাই
হা-পিত্যেশে কার কী লাভ!
ভালবাসা নিতে নিতে কোথায় নেবে আর ?
কে জানে কারও সঙ্গে কি না আদৌ হবে ভাব
হলেও জানি থেকেই যায় শখের বীণায় একটি তারের
অভাব।
এটুক যেটুক অবশিষ্ট, নিজের জন্য রাখাই ভাল
লোকে না হয় চমকাল
তন্ন তন্ন খুঁজে শেষে পাওয়ার আশা বাতিল করে নিজের
দিকে মুখ ফেরালাম,
আমার যেটুক আমার থাকুক, এই ভাল,
নাহয় শুভাকাঙ্খীগণ একটুখানি ধমকাল।
তসলিমা নাসরিনের কবিতা এটি, কাব্যগ্রন্থ 'খালি খালি লাগে'তে প্রকাশিত।
সর্বশেষ এডিট : ০৯ ই মে, ২০১৩ সকাল ৯:৩৬