এক টাকাঃ
বাংলাদেশ স্বাধীনতা লাভের পর কিছু দিন পাকিস্তানী ১ রূপী প্রচলিত ছিলঃ
পরবর্তীতে ১৯৭২ সালের ৪ঠা মার্চ বাংলাদেশী ১ টাকার নোট ইস্যু হয়ঃ
১৯৭৩ সালের ২রা মার্চ প্রথম বাংলাদেশের জাতীয় প্রতীক সম্বলিত ১ টাকার নোট ইস্যু হয়ঃ
এরপর ১৯৭৩ সালের ১৮ই ডিসেম্বর পুনরায় আরেকটি ১ টাকার নোট ইস্যু হয়ঃ
পরবর্তীতে ১৯৭৯ সালের ৩রা সেপ্টেম্বর "রয়েল বেঙ্গল টাইগার"-এর জলছাপ সম্বলিত ১ টাকার নোট ইস্যু হয়। এরপর আর কোন ১ টাকার কাগুজে নোট ইস্যু হয়নিঃ
মাঝে ১৯৭৫ সালে "নিকেল-কপার" দ্বারা তৈরী ১ টাকার কয়েন ইস্যু হয়েছিলঃ
এরপর ১৯৯৩ সালের ৯ই মে পুনরায় ১ টাকার কয়েন ইস্যু হয়। পরবর্তীতে এর আকৃতি এবং রঙ ৩ বার পরিবর্তন করা হয়ঃ
বিভিন্ন সময়ে ইস্যুকৃত ১ টাকার কয়েনঃ
দুই টাকাঃ
১৯৮৮ সালের ২৯ই ডিসেম্বর দ্বিতীয় "সরকারী নোট" ২ টাকা ইস্যু হয়। এরপর আর কোন ২ টাকার কাগুজে নোট ইস্যু হয়নিঃ
পরবর্তীতে ২০০৪ সালে "স্টীল"-এর তৈরী ২ টাকার কয়েন ইস্যু হয়ঃ
পাঁচ টাকাঃ
১৯৭২ সালের ৪ঠা মার্চ প্রথম ৫ টাকার নোট ইস্যু হয়ঃ
পরবর্তীতে ১৯৭৩ সালের ১লা সেপ্টেম্বর এবং ১৯৭৪ সালে "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান" - এর ছবি সম্বলিত আরো দু'টি নোট ইস্যু হয়ঃ
১৯৭৬ সালের ১১ই অক্টোবর "তারা মসজিদ"-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
১৯৭৮ সালের ২রা মে "তারা মসজিদ"-এর পরিবর্তে "কুসুম বাগ মসজিদের মেহরাব"-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
২০০৬ সালের ৮ই অক্টোবর, ১৯৭৮ সালের নোটটি ইস্যু হয়। পার্থক্য হল নোটটিতে ৩মিমি চওড়া নিরাপত্তা সূতা ব্যবহার করা হয়ঃ
মাঝে ১৯৯৩ সালের ১লা অক্টোবর ৫ টাকার কয়েন ইস্যু হয়ঃ
দশ টাকা
১৯৭২ সালের ৪ঠা মার্চ প্রথম ১০ টাকার নোট ইস্যু হয়ঃ
পরবর্তীতে ১৯৭২ সালের ২রা জুন এবং ১৯৭৩ সালের ১৫ই অক্টোবর "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান" - এর ছবি সম্বলিত আরো দু'টি নোট ইস্যু হয়ঃ
১৯৭৬ সালের ১১ই অক্টোবর "তারা মসজিদ"-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
পরবর্তীতে ১৯৭৮ সালের ৩রা আগস্ট এবং ১৯৮২ সালের ৩রা সেপ্টেম্বর "আতিয়া জামে মসজিদ" -এর ছবি সম্বলিত ভিন্ন দু'টি নোট ইস্যু হয়ঃ
১৯৯৭ সালের ১১ই ডিসেম্বর "লালবাগ কেল্লা মসজিদ"-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
২০০০ সালের ১৪ই ডিসেম্বর অস্ট্রেলিয়া থেকে ১০ টাকার পলিমার নোট তৈরী করে আনা হয় যা বাংলাদেশের জন্য ব্যবহারের অনুপযোগীঃ
২০০২ সালের ৭ই জানুয়ারী ১০ টাকার আরেকটি নোট ইস্যু হয়ঃ
সর্বশেষ ২০০৬ সালের ২১ই সেপ্টেম্বর নিরাপত্তা উপাদান বাড়িয়ে পুনরায় আগের নোটটি ইস্যু হয়ঃ
বিশ টাকাঃ
১৯৭৯ সালের ২০ই আগস্ট প্রথম ২০ টাকার নোট ইস্যু হয়ঃ
পরবর্তীতে হলগ্রাফিক নিরাপত্তা সংযুক্ত করে ২০০২ সালের ১৩ ই জুলাই পুনরায় আগের নোটটি ইস্যু হয়ঃ
পঞ্চাশ টাকা
১৯৭৬ সালের ১লা মার্চ প্রথম ৫০ টাকার নোট ইস্যু হয়ঃ
১৯৭৯ সালের ৪ঠা "তারা মসজিদ"-এর পরিবর্তে "ষাট গুম্বুজ মসজিদ"-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
১৯৮৭ সালের ২৪ই আগস্ট প্রথমবারের মত "স্মৃতিসৌধ"-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
এরপর ১৯৯৯ সালের ২২ই আগস্ট এবং ঈষৎ পরিবর্তন করে ২০০৩ সালের ১২ই মে একই নোট ইস্যু হয়ঃ
একশ টাকাঃ
১৯৭২ সালের ৪ঠা মার্চ প্রথম ১০০ টাকার নোট ইস্যু হয়ঃ
১৯৭২ সালের ১লা সেপ্টেম্বর "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান" - এর ছবি সম্বলিত এবং ১৯৭৬ সালের ১লা মার্চ "তারা মসজিদ"-এর ছবি সম্বলিত দু'টি একই ডিজাইনের নোট ইস্যু হয়ঃ
১৯৭৭ সালের ১৫ই ডিসেম্বর সম্পূর্ণ নতুন ডিজাইনের ১০০ টাকার নোট ইস্যু হয়ঃ
২০০১ সালের ১৫ই মার্চ optical variable ink (ovi) ব্যবহার করে নোট ইস্যু হয়ঃ
২০০২ সালের ৫ই জুন "স্মৃতিসৌধ"-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
২০০৫ সালের ২৮শে জুলাই পূর্বের ১০০টাকার "100" শব্দটিকে সোনালী রঙে পরিবর্তন করা হয়ঃ
পাঁচশত টাকাঃ
১৯৭৬ সালের ১৫ই ডিসেম্বর প্রথম ৫০০ টাকার নোট ইস্যু হয়ঃ
পরবর্তীতে ডিজাইনে ব্যপক পরিবর্তন এনে ১৯৯৮ সালের ২রা জুলাই আরেকটি নোট ইস্যু হয়ঃ
২০০০ সালের ১০ই আগস্ট "বঙ্গবন্ধু শেখ মুজিবর রহমান" - এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
২০০২ সালের ১৭ই জুলাই "স্মৃতিসৌধ"-এর ছবি সম্বলিত নোট ইস্যু হয়ঃ
২০০৪ সালের ২৪ই অক্টোবর পূর্বের নোটের "৫০০" এর পরিবর্তে "পাঁচশত টাকা" শব্দে optical variable ink (ovi) ব্যবহার করে নোট ইস্যু হয়ঃ
এক হাজার টাকাঃ
বাংলাদেশের সবচেয়ে বড় মানের নোট। নোটটি ২০০৮সালের ২৭শে অক্টোবর ইস্যু হয়। এর সামনের অংশে শহীদ মিনার এবং পেছনের অংশে কার্জন হলের ছবি রয়েছে। এতে মোট ১১ টি নিরাপত্তা ব্যবস্থা রয়েছে।
সূত্রঃ
(১) http://www.bangladesh-bank.org
(২) http://en.wikipedia.org
(৩) http://www.kcshop.com
(৪) http://aes.iupui.edu
(৫) http://www.crnindia.com
(৬) http://www.qadeem.com
(৭) http://www.atsnotes.com
সর্বশেষ এডিট : ০৯ ই জুন, ২০০৯ রাত ২:৫৯