দীর্ঘ ২ বছরের পরিকল্পনার পর ২৫-০৯-২০১৪ তে আমরা বান্দারবান ভ্রমণের সুযোগ পাই । এর মাঝে বহুবার চেষ্টা করেছি, কিন্তু প্রতিবার নানা ঝামেলায় পরতে হয়েছিল । তাই শিক্ষা জীবনের শেষ দিনেই আমরা বান্দারবান ভ্রমণের উদ্দেশে বের হয়ে যাই।
সাথে মেয়েরা থাকার কারনে আর সময় স্বল্পতার জন্য আমরা শুধু নীলগিরি, ঋজুক ঝর্ণা, স্বর্ণ মন্দির, মেঘলা এবং নীলাচল এ যাবার সুযোগ পাই।
আপনারা বান্দারবানের অপরুপ সৌন্দর্য কে দেখতে চাইলে নিচের লিঙ্ক এ গিয়ে দেখতে পারেন ---
১. ১৭ ই অক্টোবর, ২০১৪ সকাল ১০:৫৮ ০
ভালো থাকবেন