রামপাল বিদ্যুৎ কেন্দ্র নিয়ে যে পরিমাণ প্রতিবাদ, আলোচনা, পক্ষে বিপক্ষে গুঁতাগুঁতি হচ্ছে তা থেকে নিজেকে আর দূরে রাখতে পারলাম না। তাই আমিও একটা পক্ষ নিলাম এবং তা নিজের মত করেই।
এই বিষয়টা নিয়ে আমার কিছু প্রশ্ন আছে ...
১) আমরা ভুলে গেলাম রামপালের কথা, ভুলে গেলাম ওখানে কয়লা ভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র স্থাপনের কথা। ধরে নিলাম ওখানে এই বিদ্যুৎ কেন্দ্রটা হল না। ভাল খবর! সবাই খুশি মনে যে যার মত বাড়ি যেয়ে নাকে তেল দিয়ে ঘুমাতে গেল, কিন্তু তাতে কি দেশের বিদ্যুৎ চাহিদা মিটে গেল? বাসায় ফিরে কি তারা ফ্যানের সুইচ টিপবে না? সুইচ টেপার পরে বিদ্যুৎ না পেলে যেন তারা আবার সরকারকে গালিগালাজ না করে? দেখবেন কিন্তু ব্যাপারটা?
২) আজ যারা এই প্রকল্প বাতিলের দাবী করছে, তারা কি বিকল্প কোন স্থানের কথা বলেছে? যেখানে বিদ্যুৎ কেন্দ্রটির নতুন করে স্থান নির্ধারণ করা যাবে?
৩) নতুন স্থান নির্ধারণ করার পর সেখানে কি নতুন করে কোন প্রতিবাদ হবে না?
৪) বিদ্যুতের বিকল্প কি কিছু আছে? আছে কোন উপায়? স্পষ্ট কোন ধারনা আছে তাদের?
৫) আজ যারা এই প্রকল্প বাতিলের কথা বলছে তারা তো বড়পুকুরিয়া কয়লা খনি, গ্যাস ইজারারও বিরোধিতা করেছিল এর কোন কোনটা বাতিলও করা হয়েছিল, যেগুলো বাতিল করা হয়েছিল তা থেকে দেশের কতটুকু লাভ হয়েছিল? আর যেগুলো সরকার না মেনে বাস্তবায়ন করেছিল তা থেকে দেশ কতটুকু লাভবান হয়েছিল? আছে কোন সার্ভে রিপোর্ট তাদের কাছে?
৬) দেশের মানুষ প্রতি মিনিটে বাড়ছে, এর সাথে পাল্লা দিয়ে বাড়ছে তাদের চাহিদা আর এই চাহিদা মিটানোর প্রধান চালিকা শক্তিই হল এই বিদ্যুৎ। এমন কি কোন উপায় আছে যার মাধ্যমে এই বিদ্যুতের চাহিদা কমানো যাবে? আজকে থেকে আর এক মেগাওয়াটেরও চাহিদা বাড়বে না? গ্যারান্টি দিতে পারবে তারা?
আমরা জানি ......
যারা এই আন্দোলন করছে তাদের মনোভাব হল, আমরাও দেশের উন্নয়ন চাই কিন্তু কয়লা বিদ্যুৎ কেন্দ্র চাই না, পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র চাই না, বেশী দামে বিদ্যুৎ চাই না, কুইক রেন্টাল চাই না, গ্যাস ক্ষেত্র থেকে গ্যাস উত্তোলন চাই না, কয়লা খনি থেকে কয়লা উত্তোলন চাই না, সব সময় না, না আর না ......
আবার সকাল, দুপুর ও রাত এই তিনবেলা গরম ভাত চাই, পড়ার জন্য সুন্দর কাপড় চাই, বাসায়, অফিসে এসি চাই, ফ্যান চাই, সব সময় বিদ্যুৎ চাই, ঘরে সুন্দরি বউ চাই, বউকে নিয়ে শপিং -এ যাওয়ার সময় মানি ব্যাগ ভর্তি টাকা চাই! আরও কত চাই চাই ...
অথচ একবারও ভাবিনা এগুলো আসবে কোথা থেকে? কিভাবে আসবে?
সর্বোপরি, বলতে চাই......
যারা আজ রামপালের বিদ্যুৎ কেন্দ্র বাতিলের দাবি জানাতে যেয়ে সুন্দরবন ধ্বংসের কথা বলছে, তারা কিন্তু একটা বাহানা দাড় করিয়েছে আর এই বাহানাটা হলো "সুন্দরবন"!
আজ যদি সরকার অন্য এক জায়গায় এই প্রকল্পটা স্থানান্তর করতে যায়, দেখা যাবে সেখানেও তারা অন্য একটা ইস্যু তৈরি করেছে এবং সেটাও বাতিলের দাবি জানাচ্ছে।
আসলে "রামপাল"এর পুড়োটাই রাজনীতি আর "সুন্দরবন" হচ্ছে একটা বাহানা মাত্র!
... বেচারা সুন্দরবন, তোর জন্য ভীষণ মায়া হয়! রামপাল বাতিল হওয়ার পর কেউ তোর খোজও রাখবে না! পুঁছবেও না?
আফসুস...
৩০/০৯/২০১৩, রাতঃ ১১-৫৮